1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

চলে গেলেন ‘বাইসাইকেল থিভস’-এর সেই শিশুশিল্পী এনজো

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৫০ Time View

মারা গেছেন ভিত্তোরিও দে সিকা নির্মিত ক্ল্যাসিক সিনেমা ‘বাইসাইকেল থিভস’-এর শিশুশিল্পী এনজো স্তাইওলা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ‘বাইসাইকেল থিভস’ সিনেমাটিতে দুর্দান্ত অভিনয় করে বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে নেন এনজো। তবে এই কালজয়ী সিনেমার পর আর সেভাবে পর্দায় দেখা মেলেনি তার।

‘বাইসাইকেল থিভস’ সিনেমায় স্তাইওলার বাবার চরিত্রে অভিনয় করেন কিবদন্তী ইতালিয়ান অভিনেতা লামবের্তো মাজ্জোরানি। তার ছেলের চরিত্রে অভিনয় করেন শিশুশিল্পী এনজো স্তাইওলার। সিনেমায় দেখা যায়, কর্মহীন বাবা তাঁর ছেলেকে নিয়ে চুরি হওয়া সাইকেল খুঁজে বেড়ান রোমের রাস্তায়। ওই সাইকেল ছাড়া তাঁর কাজ করার উপায় নেই, ছেলেকে খাওয়ানোরও উপায় নেই।
চুরি হওয়া সাইকেল যেন একেবারে ভেঙে দেয় বাবার বুক। হতাশায় ক্লান্ত হয়ে একসময় তিনিও একটি সাইকেল চুরি করেন, কিন্তু ধরা পড়ে যান পথচারীদের হাতে। তারা তাকে ছেড়ে দিলেও ছেলের সামনে অপমানিত হন তিনি। এই সিনেমাই চিরতরে চলচ্চিত্র ইতিহাসে অমর করে রাখে ছোট্ট এনজো স্তাইওলাকে।

তবে তারকাখ্যাতির শুরুর পর স্তাইওলা ধীরে ধীরে চলচ্চিত্র জগত থেকে সরে আসেন। এমনকি শেষ বয়সে এসে তিনি চলচ্চিত্রে আসা নিয়ে খানিকটা আক্ষেপও করেন।

১৯৩৯ সালের ১৫ নভেম্বর রোমে জন্মগ্রহণ করেন স্তাইওলা। ২০২৩ সালের জুলাইয়ে এক সাক্ষাৎকারে তিনি প্রথমবার ভিত্তরিও দে সিকোর সঙ্গে দেখা হওয়ার স্মৃতি শেয়ার করেন। জানান, এটি তার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ