1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

ঈদের দিনেও ৪২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৩৬ Time View

পবিত্র ঈদুল আজহার দিনেও গাজা জুড়ে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েল। ঈদের দিন দফায় দফায় ইসরায়েলের হামলায় অন্তত ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের নাসের হাসপাতালে ১৬ জনের মরদেহ আনা হয়। উত্তর গাজার আল-শিফা হাসপাতালে আনা হয় আরো ১৬ জনের মরদেহ।
এছাড়া দেইর এল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে আনা হয় ৫ জনের মরদেহ।

খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহর পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে সাত ফিলিস্তিনি নিহত হন। এ খবরের মধ্যেই শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিচালিত বিতর্কিত এই ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ কথা জানিয়েছে।

এদিকে বৃহস্পতিবার আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত সাংবাদিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়াল ২২৬ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ