1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

লিচুর বাগান-এর ভিউ আমাদের বড় স্বপ্ন দেখাচ্ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৯ Time View

ছোটপর্দার অভিনেত্রী থেকে সিনেমার নায়িকা-সাবিলা নূরের এই পরিবর্তনকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন, অনেকেই মুগ্ধতা প্রকাশ করছেন, সমালোচনা রয়েছে অবশ্য।

তাণ্ডব চলচ্চিত্রের আইটেম গান ‘লিচুর বাগানে’ প্রকাশের পর সাবিলার পারফরম্যান্স অনেক আলোচনার জন্ম দিয়েছে। মানুষ কথা বলছে সাবিলাকে নিয়ে। দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘লিচুর বাগানে’, যার আবহ সংগীতে কণ্ঠ রয়েছে প্রীতম হাসান-জেফার রহমানের।
ফোক-ফিউশন ধাঁচের এই গানটিতে মজে উঠেছেন শ্রোতারাও।

সাবিলা নূর বলছেন, আমার জীবনের প্রথম বাণিজ্যিক সিনেমার প্রথম পারফর্ম করা গানের নামই ‘লিচুর বাগানে’। মঙ্গল মিয়া, আলেয়া বেগম, প্রীতম হাসান, জেফার রহমান কী দুর্দান্ত গেয়েছেন সবাই! সেই সঙ্গে প্রথমবারের মতো দর্শক পর্দায় মেগাস্টার শাকিব খান ও আমার রসায়ন দেখেছেন।

শাকিব খানের প্রশংসা করে অভিনেত্রী লিখেছেন, ‘শাকিব খান মেগাস্টার, আইকন, সিম্পলি দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি ফর টোয়েন্টি সিক্স ইয়ারস।
তার সঙ্গে কাজ করা একদিকে যেমন ছিল রোমাঞ্চকর, একই সঙ্গে ছিল ভয়ের ব্যাপারও। কিন্তু যখন আসলেই কাজ শুরু করলাম, সবকিছু কেমন অদ্ভুতভাবে সহজ হয়ে গেল।’

সাবিলা নূরের কথায়, ‘দর্শক আমাদের গানটি পছন্দ করেছেন। গানটি ইউটিউবে দেখছেন, টিকটকে ডান্স কাভার করছেন, গুনগুন করে গাইছেন।
আমি কৃতজ্ঞ যে এই গানের মাধ্যমে আমরা আমাদের দর্শকের সঙ্গে এক টুকরা মিষ্টি অনুভূতি ভাগ করে নিতে পেরেছি। আমি দেখেছি, মানুষ কীভাবে লিচুর মৌসুমের জন্য অপেক্ষা করে, কীভাবে একসঙ্গে বসে লিচু খায়, গল্প করে। এখন কিন্তু লিচু খেতে খেতে ‘লিচুর বাগানে’ গানটি উপভোগ করে, সুরের ঢেউয়ে পা ছন্দে ছন্দে মেলালে মন্দ হবে না।’

অভিনেত্রী বলেন, ‘বুঝতেই পারিনি, এটা ছিল আমাদের প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করার অভিজ্ঞতা। আর ‘লিচুর বাগানে’ গানে একসঙ্গে নাচতে পেরে তো পুরো অভিজ্ঞতা আরও মিষ্টি হয়ে উঠল।
এর জন্য পরিচালক রায়হান রাফী এবং পুরো টিমকে অনেক ধন্যবাদ।’

এই অভিনেত্রী বলেন, ‘আমাদের জন্য সুসংবাদ, প্রথম ২৪ ঘণ্টায় ‘লিচুর বাগান’এর ভিউ আমাদের আরও বড় স্বপ্ন দেখাচ্ছে। এই নতুন রূপে দর্শকেরা আমাকে নেবেন কি না, ভীষণ একটা চিন্তায় ছিলাম, দর্শক থেকে শুরু করে বাংলাদেশের তারকারা আমার এই নতুন ধরনের পারফরম্যান্সকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন। এখন আমি অনেকটাই নির্ভার।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ