1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

ফের অন্তঃসত্ত্বা ‘দৃশ্যম’ অভিনেত্রী, বেবি বাম্প প্রকাশ্যে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫২ Time View

আবারও মা হতে যাচ্ছেন ঈশিতা দত্ত। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনার পর থেকেই লাইমলাইটে ঈশিতা। কখনো সাধপর্বের ছবি তো কখনো আবার বেবি বাম্পের ফটো শেয়ার করছেন। সব মিলিয়ে মাদারহুড এনজয় করছেন ‘দৃশ্যম’ অভিনেত্রী।

বৃহস্পতিবার সকালে ঈশিতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখতেই দেখা গেল একগুচ্ছ ছবি। কোনোটায় এক বছর ১১ মাসের ছেলেকে কোলে নিয়ে বেবি বাম্প প্রদর্শন তো কোনোটাতে আবার পারিবারিক সময় কাটানোর মুহূর্ত। সোশ্যালে সেই ছবি শেয়ার করার পর সহকর্মী থেকে শুরু করে নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। অভিনেত্রী জানিয়েছেন, এগুলো মে-মাসের ছবি।

জানা গেছে, তার দ্বিতীয় সন্তান আগামী জুলাইতে আসতে পারে।

হিন্দি টেলি ধারাবাহিকের জনপ্রিয় মুখ বাঙালি কন্যা ঈশিতা দত্ত। এককালীন বলি অভিনেত্রী তনুশ্রী দত্তের বোন ঈশিতা দত্ত। ২০১৫-এ বলিউডের ব্লকবাস্টার মুভি দৃশ্যমের হাত ধরে বড় পর্দায় পা রেখেছেন তিনি।

দৃশ্যমের প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্বেও অজয়ের রিল লাইফ কন্যা হিসেবেই দেখা যায় এই বং বিউটিকে। ২০১৬-এ ‘রিশতো কা সওদাগর বাজিগর’-এ ভাটশাল শেঠের সঙ্গে আলাপ। সেখান থেকেই ঈশিতার প্রেমের সূত্রপাত। এরপর ২০১৭-এর ২৮ নভেম্বর তার সঙ্গে নতুন জীবন শুরু করে তিনি। ২০২৩ সালে তার প্রথম সন্তান বায়ু জন্মগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ