1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

এআই শেখার জন্য ছাত্রদের এখনই প্রস্তুতি শুরু করতে হবে : ডেমিস হাসাবিস

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪১ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গুগল ডিপমাইন্ডের সিইও, এআই গবেষণার অগ্রপথিক ও নোবেলজয়ী বিজ্ঞানী ডেমিস হাসাবিস ছাত্রদের উদ্দেশে বলেছেন, এআই শেখার জন্য এখনই প্রস্তুতি শুরু করুন। এআই বোঝা এবং ভবিষ্যতকে নেতৃত্ব দিতে এটি খুবই গুরুত্বপূর্ন।

তিনি বলেন, আমি যদি এখন ছাত্র হতাম, তাহলে এখনো এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষাকেই প্রাধান্য দিতাম, যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত কর্মবাজার পরিবর্তন করে দিচ্ছে।

এসএক্সএসডব্লিউ লন্ডনে দেওয়া এক ভাষণে হাসাবিস বলেন, এই প্রযুক্তিগুলো কীভাবে তৈরি হয় তা বুঝতে গণিত, পদার্থ ও কম্পিউটার বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো শেখা এখনো জরুরি।
ছাত্রদের অবশ্যই নতুন এআই টুলগুলো রপ্ত করতে হবে, না হলে তারা ভবিষ্যতে চাকরির বাজারে পিছিয়ে পড়বে।

হাসাবিস ভবিষ্যদ্বাণী করে বলেন, আগামী ৫-১০ বছরের মধ্যে এআই এমন নতুন ও মূল্যবান চাকরির সুযোগ তৈরি করবে, যেগুলো প্রযুক্তি-সচেতন ব্যক্তিদের জন্য সুবিধাজনক হবে। তিনি একে শিল্পবিপ্লবের সঙ্গে তুলনা করে বলেন, তবে এসবের সঙ্গে মানুষ খাপ খাওয়াতে সক্ষম, যদিও অনেকে চাকরি হারানোর ভয় পাচ্ছেন।

তিনি পরামর্শ দিয়ে বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করাও জরুরি।
আমি যদি এখন ছাত্র হতাম, তাহলে আমি সব আধুনিক এআই সিস্টেম নিয়ে কাজ করতাম, পরীক্ষা-নিরীক্ষা করতাম—কীভাবে এগুলো সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা যায়।

ডেমিস হাসাবিস মনে করেন, আজকের শিশুরা যেভাবে ইন্টারনেটের সঙ্গে বেড়ে উঠছে, ভবিষ্যতের শিশুরা ‘এআই-নেটিভ’ হবে। এই দক্ষতা চাকরির বাজারে টিকে থাকার জন্য অপরিহার্য হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ