1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

এবার জি৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ করেনি কানাডা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪০ Time View

চলতি মাসে অনুষ্ঠেয় জি৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা। এর মধ্য দিয়ে গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো সম্মেলনে মোদির যোগদান কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। খবর ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমসের।

কানাডার আয়োজনে আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত দেশটির আলবার্টা প্রদেশের কানানাস্কিস রিসোর্টে জি৭ সম্মেলন হওয়ার কথা।
এতে নেতৃত্ব দিচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭-এর সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা। জোটের সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, আইএমএফ, বিশ্বব্যাংক ও জাতিসংঘসহ বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে।

সম্মেলন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে সম্ভবত মোদিকে আমন্ত্রণ জানানো হয়নি।

খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতের সরকারি এজেন্ট জড়িত—২০২৩ সালে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন অভিযোগ তোলার পরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মারাত্মক অবনতি হয়।

ভারত এই অভিযোগকে অযৌক্তিক আখ্যা দেয়। এরপর দুই দেশ পরস্পরের কূটনীতিকদের বহিষ্কার করে।
কানাডার সর্বশেষ নির্বাচনে কার্নির জয়ের পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশা জেগেছিল।
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিস্থিতি এখনো অনুকূলে আসেনি।

এ সম্পর্কে অবগত একজন বলেন, সম্পর্ক পুনর্নির্মাণের জন্য আরো কাজ করতে হবে। সম্পর্ক উন্নয়নের জন্য এখনো কোনো ভিত্তি তৈরি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ