1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৯ Time View

উত্তর-মধ্য নাইজেরিয়ার বেনুয়ে রাজ্যে সপ্তাহান্তে দুটি পৃথক হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জমি নিয়ে দীর্ঘদিনের সহিংস দ্বন্দ্ব ও প্রতিশোধমূলক হামলার জন্য পরিচিত এ অঞ্চলে নতুন করে রক্তপাত হলো।

এপিএফকে সোমবার বেনুয়ে রাজ্যের আপা স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান আদাম ওচেগা জানান, রবিবার আনকপালি এলাকায় এক হামলায় ১৪ জন নিহত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘এখনো হুমকি রয়ে গেছে।
’ এই অঞ্চলে ফুলানি জাতিগোষ্ঠীর মুসলিম যাযাবর গবাদিপশু পালকদের সঙ্গে অধিকাংশ খ্রিস্টান কৃষকদের মধ্যে বহু বছর ধরে জমি ও সম্পদ নিয়ে সংঘর্ষ চলছে।

নৃশংসতার পরিসংখ্যান ভয়াবহ

সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে বেনুয়ে রাজ্যে ৬ হাজার ৮৯৬ জন নিহত হয়েছেন। এই রাজ্য নাইজেরিয়ার তথাকথিত মিডল বেল্ট অঞ্চলের অংশ, যেখানে ধর্মীয়ভাবে বিভক্ত সমাজে জমি সংক্রান্ত দ্বন্দ্ব প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। স্থানীয় পুলিশের এক মুখপাত্র হামলার খবর নিশ্চিত করলেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি।

পৃথক হামলায় ১১ জন নিহত

একই দিন রবিবার সন্ধ্যায় বেনুয়ে রাজ্যের গোয়ের ওয়েস্ট এলাকার নাকা গ্রামে আরো একটি হামলা চালানো হয়। এতে ১১ জন নিহত হন বলে জানায় স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামলাটি সম্ভবত ফুলানি মিলিশিয়াদের দ্বারা সংঘটিত।

গোয়ের ওয়েস্টের স্থানীয় সরকার চেয়ারম্যান অরমিন ভিক্টর বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১১টি মৃতদেহ উদ্ধার করেছি এবং পাঁচজন আহত হয়েছেন।
’ মাত্র এক মাস আগেই ৪৪ জন নিহত হয়েছিলেন একই এলাকায়। ভিক্টর ওই হামলার পেছনে ‘সমন্বিত হামলা পরিকল্পনার’ জন্য ফুলানি পশুপালকদের দায়ী করেন।

জমি নিয়ে মরণপণ প্রতিযোগিতা

অন্যদিকে, ফুলানি যাযাবর গোষ্ঠীগুলো অভিযোগ করছে, তাদেরও কৃষকদের হাতে প্রাণ হারাতে হচ্ছে, জমি দখল ও গবাদিপশু বিষ খাওয়ানোর মতো ঘটনার শিকার হতে হচ্ছে।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে জমির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এতে চাষি ও যাযাবর পশুপালকদের মধ্যে বিরোধ আরো ঘনীভূত হয়েছে।
বেনুয়ে রাজ্য এ ধরনের সহিংসতার অন্যতম হটস্পট। কৃষকরা অভিযোগ করেন, পশুপালকরা তাদের খামারের জমি গবাদিপশু চরিয়ে নষ্ট করে দিচ্ছেন।

নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন সহিংসতা ছড়ায়, তখন দুর্বল পুলিশি তৎপরতা প্রায়ই বিচারহীন প্রতিশোধমূলক হামলার পথ করে দেয়, যা প্রায়ই জাতিগত বা ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ঘটে। শুধুমাত্র গত এপ্রিল মাসেই বেনুয়ে ও পার্শ্ববর্তী প্লাটু রাজ্যে ১৫০ জনের বেশি নিহত হন বিভিন্ন সংঘর্ষে।

ধর্মীয় বিভাজন ও জমি দখল করে জটিলতা আরো বেড়েছে

প্লাটু রাজ্যে গত কয়েক দশকে স্থানীয় আদিবাসী ও বহিরাগতদের মধ্যে জমি ও রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে কট্টরপন্থী মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের প্রভাব, যা বিভাজনকে আরো ঘনীভূত করেছে। নাইজেরিয়ার মিডল বেল্ট অঞ্চলে জমি এখন শুধু অর্থনৈতিক সম্পদ নয়—এটি ধর্মীয়, রাজনৈতিক ও জাতিগত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বেনুয়ে রাজ্যে সাম্প্রতিক হামলা এবং দীর্ঘমেয়াদী সহিংসতা দেখিয়ে দিচ্ছে, নাইজেরিয়ায় জমি নিয়ে দ্বন্দ্ব কেবল অর্থনৈতিক নয়—এটি ধর্ম, পরিচয় এবং বেঁচে থাকার লড়াইয়ের রূপ নিয়েছে। রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা ও আইনের কার্যকারিতা না থাকায়, এই সংকট আরো গভীর হয়ে উঠছে।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ