1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

রাফায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩০

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৬ Time View

গাজার রাফা এলাকায় একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১১৫ জন।

রোববার (১ জুন) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এবং হামাসঘনিষ্ঠ গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হামলার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আক্রান্ত ত্রাণ বিতরণকেন্দ্রটি পরিচালনা করছিল ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামের একটি সংস্থা, যা ইসরায়েলের প্রত্যক্ষ সহযোগিতায় সম্প্রতি গাজায় তাদের কার্যক্রম শুরু করেছে। তবে সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন অনেক ফিলিস্তিনি।

জিএইচএফের মাধ্যমে ত্রাণ বিতরণের সময় ইসরায়েল বায়োমেট্রিক যাচাইসহ নানা তথ্য যাচাই করছে বলে জানিয়েছে দেশটির সরকার। দখলদার ইসরায়েলিদের দাবি, হামাস-সংশ্লিষ্ট কেউ যাতে ত্রাণ নিতে না পারে, তা নিশ্চিত করা হচ্ছে।

এর আগে গত বুধবারও একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ জন নিহত ও ৪৬ জন আহত হন বলে দাবি করে হামাস। তবে জিএইচএফ সে ঘটনার কথা অস্বীকার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই সময় হাজার হাজার ফিলিস্তিনি ত্রাণকেন্দ্রের দিকে ছুটে আসছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কম্পাউন্ডের বাইরে সতর্কতামূলক গুলি ছুড়েছিল।

গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে এই ধরনের হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রাফা অঞ্চলটি বর্তমানে যুদ্ধবিধ্বস্ত গাজার অন্যতম সংকটপূর্ণ এলাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ