1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

ইসরায়েল সমর্থিত নতুন মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৩ Time View

যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। গোষ্ঠীটির এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রস্তাবটি হামাসের মূল দাবিগুলো পূরণ করেনি, যার মধ্যে রয়েছে যুদ্ধের সম্পূর্ণ অবসান ও মানবিক সহায়তা পুনর্বহাল।

ইসরায়েল প্রস্তাবে সম্মতি দিলেও, হামাস ‘অসন্তুষ্ট’

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবে ইসরায়েল সম্মতি দিয়েছে এবং এখন হামাসের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, প্রস্তাব অনুযায়ী হামাস দুই ধাপে ১০ জন জীবিত জিম্মি ও ১৮ জন মৃতদেহ ফিরিয়ে দেবে, বিনিময়ে ইসরায়েল ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি দেবে এবং কারাবন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেবে।

তবে হামাসের এক কর্মকর্তা বলেন, ‘এই প্রস্তাবে যুদ্ধ শেষ করার কোনো নিশ্চয়তা নেই, বরং আগের আলোচনার ধারাবাহিকতাও ভাঙা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়।’ তিনি আরো জানান, হামাস মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে এবং শিগগিরই লিখিত প্রতিক্রিয়া দেবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার এক বৈঠকে জিম্মিদের পরিবারকে জানান, তিনি উইটকফের প্রস্তাব গ্রহণ করেছেন। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ‘হামাস শেষ জিম্মিকেও মুক্তি দেবে না আর আমরা গাজা ত্যাগ করব না, যতক্ষণ না সবাইকে ফিরিয়ে আনা হয়।’ তার দপ্তর পরে জানায়, বৈঠকে এক সাংবাদিকের গোপনে রেকর্ডিংয়ের চেষ্টা করা হয়েছিল। যদিও নেতানিয়াহু প্রস্তাব গ্রহণ করেছেন কি না সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক অস্বীকৃতি দেয়নি।

নেতানিয়াহু আগেও বলেছিলেন, ইসরায়েল কেবল তখনই যুদ্ধ শেষ করবে, যখন সব জিম্মি ফিরিয়ে আনা হবে, হামাস ধ্বংস বা নিরস্ত্র হবে এবং তাদের নেতাদের নির্বাসনে পাঠানো হবে।

এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত যুদ্ধে নিহত হয়েছেন ৫৪ হাজার ২৪৯ জনের বেশি মানুষ, যার মধ্যে গত ১০ সপ্তাহেই নিহত হয়েছেন প্রায় ৪ হাজার। বৃহস্পতিবার একদিনেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৪ জন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি সেনা অভিযান ও স্থানত্যাগের নির্দেশে আরো ৬ লাখ মানুষ গাজায় পুনরায় উদ্বাস্তু হয়েছে। আইপিসি-এর রিপোর্ট অনুযায়ী, প্রায় ৫ লাখ মানুষ চরম খাদ্যসংকটে রয়েছে এবং আসন্ন সময়ে দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে।

ওয়াশিংটনে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘আমরা একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি যেটি ইসরায়েল অনুমোদন করেছে। আমরা আশা করছি, হামাসও সম্মত হবে, যাতে জিম্মিদের ঘরে ফেরানো যায়।’

তবে হামাস বলছে, যুদ্ধবিরতি কেবল তখনই বাস্তবসম্মত হবে যখন তার সঙ্গে যুক্ত থাকবে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ও মানবিক সহায়তা পৌঁছানোর পূর্ণ অধিকার।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ