1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

আপিল আদালতের রায়ে ‘আপাতত বহাল’ ট্রাম্পের শুল্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৫ Time View

এক দিন আগেই মার্কিন বাণিজ্য আদালত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কগুলোকে আইনি সীমা ছাড়িয়ে গেছে বলে রায় দিয়েছিল। তবে সেই রায়ের বিপরীতে বৃহস্পতিবার ওয়াশিংটনের ফেডারেল সার্কিট আপিল আদালত ট্রাম্পের শুল্ক সাময়িকভাবে পুনর্বহাল করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আপিল আদালত কোনো ব্যাখ্যা ছাড়াই নিম্ন আদালতের আদেশ স্থগিত করেছেন, তবে আগামী ৫ জুনের মধ্যে বাদীদের এবং ৯ জুনের মধ্যে প্রশাসনের কাছ থেকে জবাব চেয়েছেন আদালত।

ট্রাম্প প্রশাসনের পক্ষে দায়ের করা জরুরি আবেদনে বলা হয়, এই শুল্ক স্থগিত হলে ‘জাতীয় নিরাপত্তা মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।

রায়ের পর হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, ‘আপনারা ধরে নিতে পারেন—আমরা যদি কোনো শুল্ক মামলায় হেরে যাই, তা-ও আমরা অন্য কোনো পথ খুঁজে বের করব।’

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হোয়াইট হাউস ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের একটি ধারা ব্যবহার করে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক ১৫০ দিনের জন্য আরোপের চিন্তা করছে। এ ব্যবস্থা বিভিন্ন দেশভিত্তিক নতুন শুল্কনীতিমালা তৈরির জন্য মার্কিন প্রশাসনকে পর্যাপ্ত সময় দেবে।

এই ধারা অনুসরণে প্রক্রিয়াটি হবে দীর্ঘ ও জটিল, তবে তা আইনি ভিত্তিকে আরো মজবুত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বুধবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতের চমকপ্রদ রায়ে বলা হয়, ট্রাম্প প্রশাসনের জারি করা কিছু শুল্ক আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন আইইইপিএ-এর আওতায় না পড়ায় তা আইনি সীমা লঙ্ঘন করেছে।

এই আইনটি সাধারণত জাতীয় জরুরি অবস্থায় নির্দিষ্ট দেশ বা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ব্যবহৃত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ