1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

ইস্তাম্বুলে শান্তি আলোচনার আহ্বানে ইউক্রেন সাড়া দেয়নি : মস্কো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪১ Time View

আগামী সোমবার ইস্তাম্বুলে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইউক্রেন এখনো সাড়া দেয়নি বলে রাশিয়া বৃহস্পতিবার জানিয়েছে। ইউক্রেন শান্তি আলোচনায় অংশগ্রহণ করবে কি না, তা জানার জন্য তারা অপেক্ষায় আছে। অন্যদিকে আলোচনায় বসার আগে মস্কোকে শান্তি চুক্তি নিয়ে তাদের শর্তাবলি পাঠানোর দাবি জানিয়েছে কিয়েভ।

তিন বছরের সংঘাতের অবসানে সাম্প্রতিক মাসগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা কিছুটা গতি পেয়েছে।
তবে মস্কো সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ইউক্রেনের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। মস্কো ইউক্রেনকে ২ জুন ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। সেখানে তারা দীর্ঘমেয়াদি শান্তির শর্তাবলির রূপরেখা দিয়ে একটি ‘স্মারকলিপি’ উপস্থাপন করতে চায়।

অন্যদিকে ইউক্রেন বলেছে, আলোচনায় বসার আগে স্মারকলিপির একটি অনুলিপি তাদের দিতে হবে।
অন্যথায় তারা আলোচনা বসবে না। ক্রেমলিন অবশ্য এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

রাশিয়ার শান্তির শর্তাবলি আগেই পাঠাতে কিয়েভের দাবিকে ‘গঠনমূলক নয়’ বলে অভিহিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমি যতদূর জানি, এখনো সাড়া মেলেনি। আমাদের ইউক্রেনীয় প্রতিপক্ষের সম্মতির জন্য অপেক্ষা করতে হবে।

ইউক্রেন জানিয়েছে, তারা ইতিমধ্যে রাশিয়ার কাছে তাদের শান্তির শর্তাবলি জমা দিয়েছে এবং মস্কোকেও তাদের শর্তাবলি জানাতে বলেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনকে ইস্তাম্বুলে প্রত্যাশিত বৈঠকের আগে সংলাপের ‘দরজা বন্ধ’ না করার আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ১৬ মে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল প্রথমবারের মতো সরাসরি আলোচনা বসে। সেই আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে উভয় পক্ষ এক হাজার করে বন্দি বিনিময়ে সম্মত হয়, যা সংঘাত শুরুর পর থেকে তাদের সবচেয়ে বড় যুদ্ধবন্দি বিনিময়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তির বিষয়ে জোর দিয়ে আসছেন। মস্কোর আপত্তিতে তিনি ক্রমে হতাশ হয়ে পড়ছেন। তিনি বুধবার সতর্ক করে বলেছেন, পুতিন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেবে কি না, তা তিনি দুই সপ্তাহের মধ্যে নির্ধারণ করবেন।

ইউক্রেন রাশিয়ার স্মারকলিপি প্রদানে অস্বীকৃতি জানানোর সমালোচনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি টাইখি বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনকে স্মারকলিপি দিতে রাশিয়ার ভয় থেকে বোঝা যাচ্ছে, এটি সম্ভবত অবাস্তব আলটিমেটামে ভরপুর।

হামলা অব্যাহত
ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, রাশিয়া গতরাতে ৯০টি ড্রোন ছুড়েছে, ফলে অন্তত পাঁচজন নিহত হয়েছে।

দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে একটি ড্রোন হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে মাইকোলাইভ অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন খামার শ্রমিক নিহত হয়েছে। এ ছাড়া পুলিশের ২৪ ঘণ্টার হিসাব অনুসারে, পূর্ব দোনেৎস্ক অঞ্চলে গোলাগুলিতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী উত্তর-পূর্ব সুমি অঞ্চলে এক বাড়িতে ড্রোন হামলায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেছেন, আলোচনা প্রক্রিয়া চলাকালে রাশিয়ার বোমাবর্ষণে তিনি ‘খুব হতাশ’, কিন্তু তিনি মস্কোর ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমিরি জেলেনস্কি বলেছেন, রাশিয়া সুমির আশপাশের যুদ্ধক্ষেত্রে ৫০ হাজারের বেশি সেনা জড়ো করেছে। মস্কোর সেনাবাহিনী ইউক্রেনীয় ভূখণ্ডের ভেতরে ‘বাফার জোন’ প্রতিষ্ঠার চেষ্টায় বেশ কয়েকটি বসতি দখল করেছে।

রুশ সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা দোনেৎস্ক ও খারকিভ অঞ্চলের তিনটি গ্রাম দখল করেছে এবং ৪৮টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে বিমান হামলায় নেতৃত্ব দেওয়া একজন অবসরপ্রাপ্ত রুশ কমান্ডার বৃহস্পতিবার ভোরে দক্ষিণ রাশিয়ার স্ট্যাভ্রোপলে এক বিস্ফোরণে মারা গেছেন। এই ঘটনায় তারা ইউক্রেনীয় পক্ষের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ