1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ‘দুই সপ্তাহ’ সময় বেঁধে দিলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩৭ Time View

ইউক্রেন সংকট নিয়ে ক্রেমলিনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বুধবার (২৮ মে) সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিই যুদ্ধ বন্ধে আগ্রহী কি না, তা স্পষ্ট হবে। তবে পুতিন যুদ্ধ বন্ধ না করলে ভিন্ন পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্য এমন সময় এল, যখন রাশিয়া ইউক্রেনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এখনই বলতে পারছি না (পুতিন শান্তি চায় কি না), তবে দুই সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন। তখন জানাবো, সে আমাদের শুধু সময়ক্ষেপণ করাচ্ছে কি না। আর যদি তা-ই হয়, তাহলে আমাদের প্রতিক্রিয়াও হবে ভিন্ন।’

সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে রুশ প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, ‘পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছে’ এবং ‘আগুন নিয়ে খেলছে’।
এছাড়া তিনি বলেন, রাশিয়া এভাবে চললে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ট্রাম্পের হুঁশিয়ারি রাশিয়ার ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সন্দেহ আছে। কারণ অতীতে ট্রাম্প নানা হুমকি দিলেও বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করেননি।

ট্রাম্প সম্প্রতি আরও বলেন, ‘পুতিনের মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে।
’ তবে ক্রেমলিন তার এই মন্তব্যকে ‘অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ’ বলে উড়িয়ে দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ রুশ টিভি চ্যানেল ‘রাশিয়া-১’ কে বলেন, ‘ট্রাম্প প্রকৃত পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট অবগত নন। ইউক্রেন আমাদের শান্তিপূর্ণ শহরগুলোর ওপর ক্রমাগত সন্ত্রাসী হামলা চালাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ