1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

ব্যাটসম্যানের দুর্বলতা বুঝে বল করবেন রামপল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ নভেম্বর, ২০১২
  • ৭১ Time View

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের পেসার রবি রামপল ব্যাটসম্যানের দুর্বলতা অনুযায়ী বল করেই তাকে ঘায়েল করতে চান। আর এজন্য বাংলাদেশের বিপক্ষে উইকেট পেস সহায়ক না হলেও বোলিংয়ে ভেরিয়েশন এনে কাঙিক্ষত সাফল্য পাবেন বলে আশা করেন তিনি।

‘বোলার হিসেবে আমরা প্রতিপক্ষে ব্যাটসম্যানদের দুর্বলতা ও উইকেটের ধরণ বুঝে আক্রমণের কৌশল নির্ধারণ করি। যদি বাংলাদেশের ব্যাটসম্যানেরা খাটো লেংথের বল খেলতে সমস্যায় পড়ে, তবে খাটো লেংথের বল দিয়েই তাদের ধরাশায়ী করবো।’ রোববার দুপুরে মিরপুরে অনুশীলনের নামার আগে বলেন রামপল।

বাংলাদেশের উইকেট সম্পর্কে ক্যারিবিয় পেসার বলেন, ‘আগের অভিজ্ঞতা থেকে বলা যায় বাংলাদেশের উইকেটটা কিছুট ধীর গতির। ফাস্ট বোলাররা খুব বেশি সুবিধা পায় না। পক্ষান্তরে স্পিনাররা টার্ন পেয়ে থাকে। সে কারণে উইকেট পেতে ফাস্ট বোলারদের বোলিংয়ে ভেরিয়েশন আনতে হয়। আশা করি সেটা আমরা করতে পারব।’

প্রতিপক্ষ বাংলাদেশ সম্পর্কে বলেন, ‘গত বছরও আমরা এখানে খেলে গেছি। এবার আমরা সিরিজের সবগুলো ম্যাচই জিততে চাই। যদি আমরা নিজেদের সামর্থের ওপর আস্থা রেখে স্বাভাবিক কাজটা করে যেতে পারি, তবে সেই সাফল্য পাবই।’

বাংলাদেশের বিশেষ কোনো ব্যাটসম্যানকে আউট করার টার্গেট নিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে রামপল বলেন, ‘আমরা প্রতিপক্ষের কোনো ব্যাটসম্যানকেই হাল্কাভাবে নেই না। বোলিংয়ের মূল ধারাটা ঠিক রেখে প্রতিটি ম্যাচেই সবগুলো উইকেট নেওয়ার চেষ্টা করি।’

মিরপুরে জাতীয় লিগের সর্বশেষ ম্যাচ দু’টোয় পেসাররা এঙট্রা বাউন্স পেয়েছে। সে কারণে রামপলও বেশ উৎসাহিত। তবে প্রথম বল না করা অব্দি কোন উইকেট কেমন আচরণ করবে, সেটা বলা যায় না বলে উল্লেখ করেন রামপল। একই সঙ্গে তাদের বেশ কয়েকজন ফাস্ট বোলার আছে, যারা ঘন্টায় ৯০ মাইল গতিতে বল করতে পারে উল্লেখ করে রামপল বলেন, ‘যদি আমরা ঠিক জায়গায় বল ফেলতে পারি, তবে দ্রুতই সাফল্য পাব।’

ইনজুরির কারণে টেস্ট সিরিজ খেলতে না পারা ফাস্ট বোলার কেমার রোচের অভাব খুব বেশি বোধ করবেন না বলে উল্লেখ করেন রামপল। কারণ হিসেবে রোচের জায়গায় ফিদেল এডওয়ার্ডসের অন্তর্ভুক্তির কথা বললেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ