1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

টি-শার্ট নয়, যুক্তরাষ্ট্র ট্যাঙ্ক বানাতে চায়: ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৭ Time View

স্থানীয় সময় রোববার (২৫ মে) নিউ জার্সিতে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, গত ২৯ এপ্রিল তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মন্তব্যের সঙ্গে তিনি একমত। ওইদিন বেসেন্ট বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ‘উন্নত বস্ত্র শিল্পের’ প্রয়োজন নেই। এই মন্তব্যের পর ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অর্গানাইজেশনস অর্থমন্ত্রীর সমালোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন,

আমরা জুতা বা টি-শার্ট বানাতে চাই না। আমরা সামরিক সরঞ্জাম বানাতে চাই। আমরা বড় বড় জিনিস বানাতে চাই। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরি করতে চাই।

তিনি আরও বলেন,

সত্যি বলতে, আমি টি-শার্ট বানাতে চাই না। আমি মোজা বানাতে চাই না। আমরা এসব জিনিস অন্যান্য স্থানে খুব ভালোভাবে বানাতে পারি। আমরা চিপস, কম্পিউটার এবং আরও অনেক কিছু এবং ট্যাঙ্ক এবং জাহাজ বানাতে চাই।

এদিকে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) বলেছে, প্রেসিডেন্টের এই বক্তব্য শুল্ক শিল্পের জন্য ভালো নয়।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি বিলাসী পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপের পর ইউরোপীয় বিলাসী পণ্যের শেয়ারের দাম অনেকটাই কমে গেছে।

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইইউ’র সঙ্গে বাণিজ্য আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না। তাই আমি আগামী ১ জুন থেকে সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।’

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ