1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

হজযাত্রী আমেরের জন্য বিমান ফিরে এলো দুবার!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৮ Time View

লিবিয়ার দক্ষিণাঞ্চলের এক নির্ভীক যুবক, আমের মাহদি মনসুর আল-কাযাযফি, চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌদি আরবের দিকে। কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এ ঘটনা ইখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ ঘটনা।

দুই দিন আগের ঘটনা। ঘড়ির কাটায় ঠিক ১২টা। দুপুরের হজ ফ্লাইটের নির্ধারিত সময়। আমের ছিলেন তার দলের সর্বশেষ হাজি যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপোলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্ট সংক্রান্ত একটি ‘সিকিউরিটি ইস্যু’ দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না।

বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে ওঠে, আর আমের একা বসে থাকেন অজানা পরিণতির অপেক্ষায়। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন,

‘আল্লাহ সব কিছুর উপর কুদরত রাখেন, হয়তো এ হজযাত্রা তোমার কপালে ছিল না’

কিন্তু আমের ভয় পাননি। মুখে ছিল দৃঢ় বিশ্বাসভরা জবাব, إن شاء الله الطائرة لن تطير وستأتي في التو.. أنا نيتي الذهاب لبيت الله (ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না, আবার আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব।)

তার বিশ্বাসের সঙ্গে জবাব দেয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল প্রথম বিস্ময়, এয়ারপোর্টে ঘোষণা এলো, প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে! বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি।

দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে প্লেন উড়ে গেল। দ্বিতীয়বার ফেরা প্লেনটি আবারও সমস্যার সম্মুখীন হয়, এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে। প্লেন নিরাপদে আবার মাটিতে ফিরে আসে। তখন পাইলট নিজেই বলেন,

والله لن أقلع حتى يركب عامر আল্লাহর কসম, আমি আর উড়বো না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন। অবশেষে, প্লেনের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য, আর তিনি উঠে পড়েন সেই বিমানে। সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন।

আল-কাহ্‌হার যিনি নিয়মও ভেঙে দিতে পারেন! ঘটনাটি কেবল একটি ভ্রমণ কাহিনি নয়, বরং আল্লাহর একটি গুণ القهّار (আল-কাহ্‌হার) এর প্রকাশ। তিনি চাইলে সব রেওয়াজ, নিয়ম, নিরাপত্তা, এমনকি আবহাওয়াকেও পরাভূত করতে পারেন, কেবল একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ঈমানের জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ