রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশে আনচেলত্তির খোলা চিঠি

রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশে আনচেলত্তির খোলা চিঠি

সম্ভাব্য সবকিছু জিতিয়ে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি, সম্ভবত শেষবারের মতোও। ৬৫ বছর বয়সি কোচ দায়িত্ব নিচ্ছেন ইতিহাসের সবচেয়ে সফলতম ব্রাজিল জাতীয় দলের।

রিয়াল মাদ্রিদ যাত্রা শেষ হওয়ার আগেই আনচেলত্তি ব্রাজিলের সঙ্গে চুক্তি করেছেন। গত ১২ মে তার কোচ হওয়ার গুঞ্জনটি সত্যিতে পরিণত হয়। ২৬ মে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার কথা তার, এরপর জুনে বিশ্বকাপ বাছাই ম্যাচ দিয়ে হবে ডাগআউটে অভিষেক।

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে বিদায় নেওয়ার আগে কার্লো আগামীকাল শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন। কাকতালীয়ভাবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তার শেষ ম্যাচটা পড়েছে নিজেদের মাঠে। অর্থাৎ গ্যালারি ভরা দর্শকদের সামনে থেকেই বিদায়ের সুযোগ পাচ্ছেন ইতালিয়ান কোচ। তার আগে সমর্থকদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন তিনি।

সময় সংবাদের পাঠকদের জন্য সেই চিঠির অনূদিত অংশ নিচে তুলে দেওয়া হলো-

‘আজ আমরা আবার আলাদা পথে হাঁটছি। দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রত্যেকটি মুহূর্তই আমি হৃদয়ে ধারণ করি। বছরগুলো ছিলো অবিস্মরণীয়। এই যাত্রা আবেগ, শিরোপা এবং সর্বোপরি দলের প্রতিনিধিত্ব করার গৌরব দিয়ে পূর্ণ।

প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, ক্লাব, খেলোয়াড়, আর আমার কর্মীদের ধন্যবাদ, যারা সব সময় আমাকে তাদের একজন বলে মনে করিয়ে দিয়েছে। একসঙ্গে যা অর্জন করেছি তা মাদ্রিদিজমের স্মৃতিতে চিরকাল থাকবে… কেবল জয়ের জন্যই নয়, আমরা যেভাবে তা অর্জন করেছি তার জন্যও। বার্নাব্যুর জাদুকরী রাতগুলো এরইমধ্যেই ফুটবল ইতিহাস।

এখন একটি নতুন রোমাঞ্চ শুরু হয়েছে। তবে রিয়াল মাদ্রিদের সাথে আমার বন্ধন চিরন্তন। মাদ্রিদিস্তারা, শিগগিরই দেখা হবে! হালা মাদ্রিদ ইয়া নাদা মাস!’

আন্তর্জাতিক শীর্ষ খবর