1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘ্নে প্রশাসনের ১৭ পদক্ষেপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪২ Time View

পবিত্র ঈদুল আজহায় যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যাতায়াত নির্বিঘ্ন রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ১৭টি পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ওভারলোড ট্রাক-কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা, যমুনা সেতুর টোলপ্লাজায় বুথের সংখ্যা বাড়ানো, লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া বন্ধে ব্যবস্থাগ্রহণ করা।

এছাড়া সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ঈদের আগে-পরে ৫দিন সার্বক্ষণিক খোলা রাখা, মহাসড়কে চুরি ডাকাতি ছিনতাই মলমপার্টি ও চাঁদাবাজি সংক্রান্ত কর্মকাণ্ডে রুখতে পুলিশের টহলের পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাবের টহল বৃদ্ধি করা ইত্যাদি।
গৃহীত ১৭ পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল নাসের উদ্দিন লিয়ন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাভেল ও টাঙ্গাইলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ