1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

ঋষি সুনাক ও অক্ষতার সমপর্যায়ে পৌঁছাল রাজা চার্লসের সম্পদের পরিমাণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৫ Time View

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬৪০ মিলিয়ন পাউন্ড, যা তাকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী রিশি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে এক সারিতে নিয়ে এসেছে। এই তথ্য জানিয়েছে দ্য সানডে টাইমস রিচ লিস্ট।

৭৬ বছর বয়সী রাজা চার্লস তার প্রয়াত মা রানি এলিজাবেথ দ্বিতীয়ের চেয়ে অনেক বেশি সম্পদের মালিক। ২০২২ সালে রানির সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ৩৭০ মিলিয়ন পাউন্ড—সেই বছরই চার্লস সিংহাসনে বসেন।

সাম্প্রতিক তালিকায় রাজা চার্লস এখন যুক্তরাজ্যের শীর্ষ ধনীদের তালিকায় ২৩৮তম স্থানে রয়েছেন। গত এক বছরে তার সম্পদ প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড বেড়েছে।

রাজার ‘আসল’ সম্পদ

দ্য সানডে টাইমস জানায়, এই সম্পদের হিসাব করা হয়েছে রাজা চার্লসের ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ—যার মধ্যে রয়েছে উত্তরাধিকারসূত্রে পাওয়া বিনিয়োগ পোর্টফোলিও ও ব্যক্তিগত সম্পত্তি যেমন- স্যান্ড্রিংহাম এবং বালমোরাল। তবে এই হিসাবের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের মালিকানাধীন ক্রাউন এস্টেট অন্তর্ভুক্ত নয়।

অন্যদিকে, দ্য গার্ডিয়ান পত্রিকার ২০২৩ সালের এক অনুসন্ধানে দাবি করা হয়, রাজা চার্লসের প্রকৃত সম্পদের পরিমাণ প্রায় দুই বিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে।

গত এক বছরে সুনাক ও অক্ষতা মূর্তির সম্মিলিত সম্পদ ১১ মিলিয়ন পাউন্ড কমেছে। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর সুনাক আংশিক সময়ের জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কাজ শুরু করেছেন এবং দম্পতি একটি দাতব্য ফাউন্ডেশনও চালু করেছে। তাদের বেশির ভাগ সম্পদের উৎস অক্ষতা মূর্তির ইনফোসিসে শেয়ার।
ইনফোসিস ভারতের একটি আইটি জায়ান্ট, যার সহ-প্রতিষ্ঠাতা হলেন অক্ষতার পিতা, বিলিয়নেয়ার নারায়ণ মূর্তি।

যুক্তরাজ্যের সবচেয়ে ধনী পরিবার কারা?

এই বছরের সানডে টাইমস রিচ লিস্টে আবারও শীর্ষে রয়েছেন গোপি হিন্দুজা ও তার পরিবার। তাদের হিন্দুজা গ্রুপ সাম্রাজ্যের মূল্য ধরা হয়েছে আনুমানিক ৩৫.৩ বিলিয়ন পাউন্ড। দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ডেভিড ও সায়মন রুবেন, যাদের সম্পদের পরিমাণ ২৬.৯ বিলিয়ন পাউন্ড। তৃতীয় স্থানে রয়েছেন মিডিয়া ব্যবসায়ী স্যার লেন ব্লাভাটনিক, যার সম্পদ ২৫.৭ বিলিয়ন পাউন্ড।

এ ছাড়া এ বছরের অনূর্ধ্ব চল্লিশের সেরা ধনীদের তালিকায় সবচেয়ে কম বয়সী হিসেবে স্থান পেয়েছেন বিশ্ববিখ্যাত পপতারকা ডুয়া লিপা। ২৯ বছর বয়সী এই গ্র্যামি ও ব্রিট অ্যাওয়ার্ডজয়ী গায়িকার সম্পদের পরিমাণ বর্তমানে ১১৫ মিলিয়ন পাউন্ড, যা তাকে তালিকায় ৩৪তম স্থানে রেখেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ