1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৮ Time View

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে। এটি ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রবিবার (১৮ মে) তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

৮২ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শ নেন এবং গত শুক্রবার তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়।
ক্যান্সারটি ‘হাই-গ্রেড’ শ্রেণিভুক্ত এবং এর গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯। তাই ধারণা করা হচ্ছে, শরীরে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

তবে বাইডেনের দপ্তর জানায়, এটি হরমোন-সংবেদনশীল ক্যান্সার হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। বর্তমানে বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন বিকল্প পদ্ধতি নিয়ে ভাবছেন।

এ খবর এমন সময় এলো, যখন মাত্র এক বছর আগে বাইডেন তার বয়স ও স্বাস্থ্যের অবনতির কারণে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন।

প্রোস্টেট ক্যান্সার হলো পুরুষদের জন্য ত্বকের ক্যান্সারের পর দ্বিতীয় সর্বাধিক মাত্রায় হওয়া ক্যান্সার। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, প্রতি ১০০ জনে ১৩ জন পুরুষ জীবনে কোনো না কোনো সময় এ রোগে আক্রান্ত হন।

বার্ধক্যই এ ক্যান্সারের সবচেয়ে বড় ঝুঁকির কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।

হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বাইডেন বেশিরভাগ সময় গণমাধ্যম ও জনসমক্ষে কমই দেখা দিয়েছেন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধী অধিকার সংগঠন ‘অ্যাডভোকেটস, কাউন্সেলরস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ফর দ্য ডিজেবলড’-এর এক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

মে মাসে এক সাক্ষাৎকারে বাইডেন জানান, ২০২৪ সালের নির্বাচনের লড়াই থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য ‘কঠিন’ ছিল।

উল্লেখ্য, ক্যান্সার গবেষণার ক্ষেত্রে বাইডেন দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
২০১৫ সালে তার বড় ছেলে বিউ বাইডেন ব্রেন ক্যান্সারে মারা যান। ২০২২ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন মিলে ‘ক্যান্সার মুনশট’ নামে একটি গবেষণা উদ্যোগ পুনরায় চালু করেন, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখ ক্যান্সার মৃত্যুরোধ করা।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ