1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

সৌদি আরব পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪৩ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯ টা ৪৯ মিনিটে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ রিয়াদ বিমানবন্দরে অবতরণ করে।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের রয়্যাল টার্মিনালে ট্রাম্পকে স্বাগত জানাতে বিছানো হয় বর্ণাঢ্য বেগুনি কার্পেট। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে অভ্যর্থনা জানান।

ট্রাম্পের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্কাভিনো ও সফরসঙ্গী সংবাদকর্মীদের বরাতে জানা গেছে, এয়ার ফোর্স ওয়ান-কে সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমানগুলো আকাশে নিরাপত্তা দিয়ে রিয়াদে নিয়ে এসেছে।

রাষ্ট্রীয় সফরের জাঁকজমক ইতোমধ্যেই রিয়াদের রাজপথজুড়ে স্পষ্ট। বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে যাওয়ার রাস্তাগুলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছে।

সৌদি আরব সফরে ট্রাম্প মঙ্গলবার (১৩ মে) যুবরাজের সাথে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি প্রতিনিধিদলের পরিচিতি, সিইওদের সাথে মধ্যাহ্নভোজ, দ্বিপাক্ষিক বৈঠক এবং সৌদি রয়্যাল কোর্টে একটি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে যোগ দেবেন।

ট্রাম্প একটি মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। বিনিয়োগ ফোরামে ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক যোগ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের ঐতিহাসিক ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘দিরইয়াহ’ এবং ‘আত-তুরাইফ’ ঘুরে দেখবেন। দিনশেষে যুবরাজের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ