1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

ফের অভিনয়ে মালাইকা, এবার সঙ্গী ইয়াশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫০ Time View

মেহজাবীন চৌধুরীর পথেই হাঁটছেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর গেল বছরে তার অভিষেক ঘটে নাটকেও। ডিসেম্বরে মুক্তি পেয়েছিল তার অভিনীত প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’, যেখানে তার জুটি হয়েছিলেন ফারহান আহমেদ জোভান।

সেই ধারাবাহিকতায় ফের অভিনয়ে হাজির মালাইকা চৌধুরী।
ইতিমধ্যে শেষ করেছেন ‘ক্ষতিপূরণ’ নামে একটি ইউটিউব ফিল্মের শুটিং। এখানে তার সঙ্গে এবার জুটি হয়েছেন ইয়াশ রোহান। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

কালের কণ্ঠকে মালাইকা চৌধুরী বলেন, ‘এটা ইউটিউবের জন্য নির্মিত একটা ফিল্ম।
অনেক দিন পর আবারও অভিনয় করলাম। ঢাকা ও ঢাকার বাহিরে মিলিয়ে প্রায় ৬ দিনের মতো শুটিং করেছি। ভালোই লেগেছে শুটিং করতে। এটা আমার অভিনয় করা দ্বিতীয় প্রজেক্ট।
এখানে আমার জুটি ইয়াশ রোহান ভাইয়া। তিনিও পুরোটা সময় বেশ সাপোর্টিভ ছিলেন। আমি তো একদমই নতুন, এখনো শিখছি। একটা-দুইটা কাজ করে তো শিখে ফেলা যায় না। তবে আমি চেষ্টা করেছি প্রথম কাজটার চেয়ে আরো ভালো পারফরম করার।
বাকিটা দর্শক দেখার পর বলতে পারবেন, কেমন করেছি আমি।’

পরিচালক জানান, কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়। এমন একটি বার্তা নিয়েই নির্মিত হয়েছে এই ইউটিউব ফিল্মটি।

রবিউল ইসলাম জীবনের কথায় ‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ‘ক্ষতিপূরণ’-এ আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় এটি সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ