
অনেক বছর আগে, আমি প্রফেসর ড: ইউনূস স্যারের সামনে বলেছিলাম, একদিন প্রফেসর ড: মুহাম্মদ ইউনূস সাহেব এ পৃথিবীতে থাকবেন না, কিন্তু উনার সুনাম ও সুখ্যাতি সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তা করেছেন।
আলহামদুল আল্লাহ।
প্রফেসর ড: মুহাম্মদ ইউনূস স্যার যখন অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন তখন সংগ্রামে বিজয়ী ছাত্ররা ছাড়া কেউ উনের পক্ষে ছিলেন না, তাই প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের অনেক অন্যায় আবদার উনি মেনে নিয়ে উনার কথা উনি বলেছেন, নূতন বাংলাদেশ গড়বেন।
এখন বাংলাদেশের সাধারণ জনগণ প্রফেসর ড: মুহাম্মদ ইউনূস স্যারের পক্ষ নিয়েছেন। তাই উনার হাত এখন অনেক শক্তিশালী। উনাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। উনি ওয়াদা করেছেন, নূতন বাংলাদেশ গড়বেন। উনি নূতন বাংলাদেশ গড়বেনই। উনি উনার ওয়াদা পালন করবেনই। উনি ফাইভ পাস টেন পাস করা রাজনীতিবিদদের হুংকারে নির্বাচন দিবেন না। সংস্কার নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যই হয়নি। সুতরাং কিসের জাতীয় সংসদ নির্বাচন? আগে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য হউক। সকল বিষয়ে সমঝোতা ইউক। তারপর জাতীয় সংসদ নির্বাচনতো অবশ্যই হবে।
নূতন বাংলাদেশও গড়া হয়ে যাবে।