1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

রমনিকে সমর্থন দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বিপাকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২
  • ৬৫ Time View

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বিশ্ববাসী উচ্ছ্বসিত হলেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তিনি ওবামার প্রতিদ্বন্দ্বি মিট রমনিকে গোপনে সমর্থন দিয়ে ইসরাইলের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করায় আগামি সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ক্ষমতাসীন কাদিমা দলের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকগণ বলছেন, আগামি চার বছর ওয়াশিংটনের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কে টানাপড়েন দেখা দিতে পারে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়।

আগামি জানুয়ারিতে ইসরাইলের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর পরাজিত হওয়ার সম্ভাবনা কম হলেও এমন একটি ধারণার জন্ম হয়েছে যে, তিনি ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করেছেন। তার রাজনৈতিক প্রতিপক্ষরা এ সুযোগ গ্রহণ করতে যাচ্ছে। বুধবার ওবামার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় নেতানিয়াহু বলেছেন, ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি প্রেসিডেন্ট ওবামার সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাবো।
কিন্তু গত সপ্তাহে ইসরাইলি টেলিভিশন চ্যানেল-২ এর সঙ্গে একটি সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ইসরাইলের সম্ভাব্য সামরিক অভিযান সম্পর্কে তার উক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতি অশ্রদ্ধার প্রকাশ ঘটেছে। তিনি বলেছিলেন, ইরানকে পরমাণু অস্ত্র নির্মাণ করা থেকে বিরত রাখার আর কোনো বিকল্প খুঁজে পাওয়া না গেলে ইসরাইল একতরফা ব্যবস্থা গ্রহণে প্রস্তুত।

দু’মাস আগে নেতানিয়াহুর আরেকটি উক্তিতে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। তিনি বলেছিলেন, যেসব দেশ ইরানের জন্য ‘রেড লাইন’ নির্ধারণে ব্যর্থ হবে সেসব দেশের ইসরাইলকে ব্যবস্থা গ্রহণে বিরত রাখার কোনো নৈতিক অধিকার নেই। নেতানিয়াহু শুধু এসব মন্তব্য করেছেন তাই নয়, তিনি রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে অর্থনৈতিক সহায়তা দানে যুক্তরাষ্ট্রের একটি ক্যাসিনো ম্যাগনেটকে প্রভাবিত করেছেন। যুক্তরাষ্ট্রের একটি ক্যাসিনো ম্যাগনেট হলেন নেতানিয়াহুর বলিষ্ঠ সমর্থক। এ ঘটনাকে তার প্রতিপক্ষরা একটি প্রমাণ হিসাবে গ্রহণ করছে। তার সমালোচকরা বলছেন, এভাবে নেতানিয়াহু ওবামাকে পরাজিত করার জন্য কাজ করেছেন। তবে নেতানিয়াহু মার্কিন রাজনীতিতে হস্তক্ষেপ করার অভিযোগ অস্বীকার করছেন। ওয়াশিংটনে নিযুক্ত ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত সালাই মেরিদর বলেছেন, ওবামা সহজে একথা ভুলে যাবেন না যে, ইসরাইল তার বিরুদ্ধে রমনিকে বিজয়ী করার জন্য কাজ করেছে। সালাই মেরিদর তেলআবিবে ইন্সটিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটি প্যানেল আলোচনায় বলেন, ওবামা অত্যন্ত কৌঁসুলি ও সুশৃঙ্খল। আমি মনে করি না যে, বিগত চার বছরে ওবামা ও নেতানিয়াহুর মধ্যে যা কিছু ঘটেছে সেগুলো এত সহজে মুছে যাবে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের মিত্র দল শাস পার্টি মন্তব্য করেছে, ওবামার বিজয় নেতানিয়াহুর জন্য সুপ্রভাত নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ