1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

ওবামার বিজয় উদযাপনে পৈত্রিক দেশ কেনিয়ায় কাল সরকারি ছুটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২
  • ৭১ Time View

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিজয়ে গোটা আফ্রিকায় আনন্দের শিহরণ লেগেছে। ওবামার বিজয় উদযাপনে তার পৈত্রিক দেশ কেনিয়ায় কাল বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিবিসির খবরে একথা বলা হয়।

প্রেসিডেন্ট ওবামার পিতা সিনিয়র ওবামা কেনিয়ার অধিবাসী হওয়ায় তার বিজয়ে সে দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কেনিয়ার প্রেসিডেন্ট মাবি কিবাকি বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামার কাছে প্রেরিত এক বিবৃতিতে বলেছেন, আপনি কেনীয় বংশোদ্ভূত হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। আপনার বিজয় শুধু বিশ্বের কোটি কোটি মানুষের অনুুপ্রেরণার উৎস নয়, এ আনন্দ কেনিয়ার।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে ওবামার সৎ দাদী সারাহ ওনইয়াঙ্গো বাড়ির বাইরে এসে আনন্দের আতিশয্যে নাচতে থাকেন এবং হর্ষধ্বনি দেন। ওবামার পিতার নিজ গ্রামের নাম কোগেলো। পশ্চিম কেনিয়ার এ গ্রামে ওবামার গোটা পরিবার টিভিতে ভোটের ফলাফল জানার জন্য সারারাত জেগে ছিল। গ্রামের একটি ক্লিনিকে তাঁবু খাটানো হয়। তাঁবুর নিচে বহু লোক জড়ো হয়। সকালের সোনালি রোদ উঠার একটু পরে একজন বয়স্ক লোক মাইক্রোফোন কেড়ে নিয়ে ওবামার বিজয়ের সুসংবাদ ঘোষণা করেন। এ ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে লোকজন যেন আনন্দে উন্মাদ হয়ে যায়। গ্রামের লোকজন ওবামার পিতার কবরে ছুটে যায়। ওবামার সৎ ভাই মালিক ওবামাকে জনতা কাঁধে তুলে নেয়। ওবামার সৎ বোন আউমা ওবামা বলে উঠেন, তিনি শিগগির যুক্তরাষ্ট্রে যাবেন এবং হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে চাপাতি বানাবেন। কেনিয়ায় ওবামার পরিবার বিশাল পার্টির আয়োজন করছে। সারাহ ওনইয়াঙ্গো উৎফুল্ল লোকজনকে লক্ষ্য করে বলেন, তোমাদেরকে দেশের সব খাবার খাওয়াবো। তিনি যখন একথা বলছিলেন তখন পাশের গাছে একটি গরু বাঁধা ছিল। এ গরু জবাই করে লোকজনকে খাওয়ানো হবে।

কোগেলো গ্রামের কাছে কিসুমু শহরে উৎসবের আমেজ। ওমাবার প্রশংসা করে লোকজনকে রাস্তায় গান গাইতে দেখা গেছে। রাজধানী নাইরোবিতে হাজার হাজার লোক নাচ-গানে মেতে উঠে। তাদের হাতে ছিল গাছের শাখা ওবামার ছবি। কেনিয়ায় প্রেসিডেন্ট ওবামার নামে বহু স্কুল কলেজের নামকরণ করা হয়েছে। ওবামা নায়ানগোমা প্রাথমিক স্কুল হলো তেমনি একটি স্কুল। ওবামার বিজয়ের সংবাদ শোনামাত্র এ স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীরা চিৎকার করে উঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ