1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

তিন বছর ধরে আমার কোনো ‘ভালোবাসা দিবস’ নেই : তিশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৪৮ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। টিভি পর্দার এ তারকা বর্তমানে তুমুল জনপ্রিয় দর্শকদের কাছে। বাংলা নাটকের প্রথম সারির অভিনেত্রী তিনি। পর্দায় তার রোমান্স দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা।
তবে পর্দার বাইরে অভিনেত্রীর ব্যক্গিত জীবন, প্রেমজীবন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। যদিও নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না তিশা। এমনকী ভালোবাসা দিবসও উদযাপন করেন না গত তিন বছর ধরে। সম্প্রতি এমনটাই জানালেন তিশা।

সদ্যই এক অ্যাওয়ার্ড শোতে হাজির হন তিশা। সেখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় ভ্যালেন্টাইন ডে প্রসঙ্গে। উত্তরে অভিনেত্রী জানান, গত তিন বছর ধরে তার জীবনে ভ্যালেন্টাইন বলতে কিছু নেই। তিশা বলেন, ‘লাস্ট তিন বছর আমার কোনো ১৪ ফেব্রুয়ারি নেই।
কারন আমার বাবা চলে গেছেন ১২ তারিখে। ১২, ১৩, ১৪ তারিখ আমি আসলে আমার গ্রামে আমার বাবার কবরের ওখানেই থাকতে পছন্দ করি। তাই আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারব না। তবে কাজ করেছি কিছু। আশা করি সবার ভাল লাগবে।

জীবনের উত্থান পতন সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘উত্থান পতন সব জায়গায় থাকে। সব জায়গায় ছিল। আমি সবসময় ভালটা পিক করি। খারাপটা না।’

সম্প্রতি বেশ প্রশংসিত হয়েছে তানজিন তিশার ‘নরসুন্দরী’। নাটকটির জন্য পুরস্কারও পেয়েছেন তিশা। নরসুন্দরী প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘নরসুন্দরী কিন্তু একটা নারীর ফ্যামিলি স্ট্রাগলের গল্প। যা রিয়েল লাইফে আপনারা কানেক্ট করতে পারবেন। অনেক মানুষই কানেক্ট করতে পেরেছে। আমরা প্রপার গল্পটাকে তুলে ধরতে পেরেছি। যার কারণে নরসুন্দরী একটা বেস্ট ওয়ার্ক ছিল।’

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তিশা। সুদর্শনা এই অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। এই অভিনেত্রী প্রথম মডেল হন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবি কোম্পানির একটি বিজ্ঞাপনে। যা তার ক্যারিয়ারে মাইলফলক হিসেবে ধরা হয়। ২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান তিশা। পরবর্তীতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ