1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

পাকিস্তান মিডিয়ায় বাংলাদেশ দলের সফর নিয়ে!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ অক্টোবর, ২০১২
  • ১২৮ Time View

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে। আগ্রহটা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র দিক থেকেই।

পাকিস্তানে প্রায় খবর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর প্রসঙ্গে। বিসিবিও তাদের বন্ধু দেশের প্রতি সম্মান দেখিয়ে ইতিবাচক কথাই বলছে।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্ব গ্রহণের পর সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র নিয়মে সফর আয়োজন করলে এবং নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়ার পর এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন। তবে কবে কখন পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল সে বিষয়ে কোন কিছু বলেননি তিনি। এমন কি পিসিবিকে কোন আশাও দেননি। তারপরও পিসিবি এখনই অতি আশাবাদি হয়ে উঠলে ভুলই করবে।

সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরের মধ্যে পাকিস্তান সফর করবে। একদিন আগে পিসিবির মুখপাত্র বিষয়টি সংশোধন করে বলেছেন, ‘বাংলাদেশ কবে খেলতে আসবে তা ঠিক করবে বিসিবি’।

পিসিবি মুখপাত্র, নাদিম সরওয়ার তার দেশের সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আইসিসি কার্যনির্বাহী  বৈঠকের সময় আলাদা করে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনাও হয়েছে।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন পাকিস্তান সফরের বিষয়ে তাদের মধ্যে কোন আলোচনা হয়নি।

আসলে নির্বাসনে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেটকে দেশে ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা করছে পিসিবি। বাংলাদেশ দলকে সংক্ষিপ্ত সময়ের জন্যও সফরে নিতে পারলে পায়ের তলায় মাটি পাবে পাকিস্তান। এছাড়াও বাংলাদেশ দলের সফর নিয়ে উদগ্রীব হয়ে উঠার আরেকটি কারণ হতে পারে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিবেশ তৈরি করা। পিসিবি আশা করছে মার্চে প্রথম বারের মতো পিপিএল আয়োজন করতে পারবে। তার আগে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফর করলে অনেক বিদেশি ক্রিকেটার পিপিএলে খেলতে আগ্রহ দেখাবে। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদেরও তাদের লিগে নিতে পারবে।

সম্প্রতি দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছিলো পিসিবি। দুই ম্যাচের সিরিজে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের অনেকেই খেলেছেন পাকিস্তানে গিয়ে।

২০০৯ সালের মার্চে লাহোরের লিবার্টি চত্বরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে নির্বাসনে গেছে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট। নিরাপত্তা ইস্যুতে কোন আন্তর্জাতিক দলই খেলতে যাচ্ছে না দেশটিতে। পাকিস্তানকে তাদের হোম সিরিজ খেলতে হচ্ছে নিরপেক্ষ ভেন্যু দুবাই এবং ইংল্যান্ডে।

আন্তর্জাতিক ক্রিকেট দল না গেলেও পাকিস্তানে গিয়ে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে মালয়েশিয়া এবং বাংলাদেশ ফুটবল দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ