1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

গাজার উত্তরে সরাসরি ত্রাণ বিতরণের পাইলট প্রকল্প শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩২ Time View

ইসরায়েল থেকে ত্রাণ ভর্তি ছয়টি ট্রাক মঙ্গলবার সরাসরি গাজার উত্তররাঞ্চলে প্রবেশ করেছে। এ এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে এসব সাহায্য ট্রাক সেখানে প্রবেশ করল। ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

দাতা গ্রুপগুলো বিগত কয়েক সপ্তাহ ধরেই অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে এবং জাতিসংঘ খাদ্য ও অন্যান্য মানবিক সাহায্য সরবরাহ গাজার উত্তরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ অসুবিধার কথা জানিয়েছে।

সেনাবাহিনীর মতে, মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির(ডব্লিউএফপি) ছয়টি ত্রাণ ভর্তি ট্রাক‘নিরাপত্তা বেষ্ঠনির ‘৯৬তম’ গেট দিয়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রবশ করেছে।’

তারা আরো জানিয়েছে, ‘সন্ত্রাসী সংগঠন হামাসকে ত্রাণ গ্রহণ করা থেকে বিরত রাখার জন্য একটি পাইলট প্রকল্পের অংশ হিসাবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।’

পরে এ পাইলট প্রকল্পের ফলাফল সরকারি কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে।

হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণ প্রবশের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। গাজার দক্ষিণাঞ্চল দিয়ে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়ার আগে সেগুলো পরিদর্শন করা হয়।

ত্রাণ কর্মীরা বলছেন, বর্তমান ঘাটতি এতটা প্রকট হওয়ার একটি বড় কারণ ইসরায়েলের সময় সাপেক্ষ স্ক্রিনিং ব্যবস্থা।

এদিকে ইসরায়েল ত্রাণ বিতরণে অপ্রতুলতার জন্য ফিলিস্তিনি পক্ষের নানা ধরনের সমস্যাকে দায়ী করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ