1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

চুক্তির কাছাকাছি নেই ইসরায়েল ও হামাস : কাতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৬ Time View

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির কাছাকাছি নেই ইসরাইল ও হামাস। মধ্যস্থতাকারী কাতার মঙ্গলবার এ কথা জানিয়েছে। একই সঙ্গে দেশটি পরিস্থিতি ‘খুবই জটিল’ বলে সতর্ক করেছে।

রমজান শুরুর আগে একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুুক্তি নিয়ে চুক্তির লক্ষ্যে গত কয়েকসপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। সোমবার থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। কিন্তু বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতির কোন সম্ভাবনা এখনো দেখা যায়নি।

এ পরিপ্রেক্ষিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা চুক্তির কাছাকাছি নেই। এর অর্থ আমরা উভয় পক্ষকে এমন কোন একটা বিন্দুতে মিলিত হতে দেখছি না যাতে চুক্তি বাস্তবায়নের জন্যে বর্তমানের মতপার্থক্য দূর করা সম্ভব হয়।

তবে একটি চুক্তিতে পৌঁছাতে সবপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি এ জন্যে নির্দিষ্ট সময়সীমার কথা বলা সম্ভব নয় বলে জানালেন। এ ছাড়া যুদ্ধ স্থলঅংশে খুবই জটিল অবস্থায় আছে বলেও সতর্ক করলেন তিনি।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ওই দিনই ইসরায়েল পাল্টা হামলা শুরু করে এবং তা অব্যাহত রয়েছে।

গত পাঁচ মাসের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ