1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

ভয়াল রূপে রণবীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩ Time View

রণবীরকে ‘অ্যানিম্যাল’ সিনেমায় কেমন দেখা যাবে এ নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে যেমন ব্যাপক উৎসাহ দেখা গেছে। সিনেমার নামের মতো তার চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল রূপে এতে হাজির হয়েছেন তিনি।

রণবীরকে একনজরে চেনার উপায় ছিল ‘অ্যানিম্যাল’সিনোমর প্রথম ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য রূপে ধরা দিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল টিজারে।

২ মিনিট ২৬ সেকেন্ডের এ টিজার একেবারে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেবে দর্শকদের। হিংস্রতা, রহস্য-রোমাঞ্চের পাশাপাশি অ্যাকশন সিকোয়েন্সেও ভরপুর রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’সিনেমার টিজার। সিনেমার সংলাপও কেতাদুরস্থ। আদ্যোপান্ত ঘরোয়া, সাদামাটা ছেলে থেকে কী করে বিপ্লবী হয়ে উঠতে পারে একজন মানুষ, সেই জার্নির কিছু ঝলক দেখা গেল।

দীর্ঘদিন বাদে ‘অভিনেতা’ রণবীর কাপুরকে দেখা গেল ‘অ্যানিম্যাল’ সিনেমার টিজারে। রণবীর কাপুরের বাবার চরিত্রে অনিল কাপুর। প্রেমিকার ভূমিকায় রশ্মিকা মন্দানা। ববি দেওলকেও দেখা গেল ভিলেনের চরিত্রে।

রণবীর কাপুরের জন্মদিনে যে বড় ধরনের চমক আসতে যাচ্ছে, সেই ঘোষণাই দিন কয়েক আগে করা হয়েছিল প্রযোজনা সংস্থা টি সিরিজ-এর পক্ষে। বৃহস্পতিবার সেই প্রেক্ষিতেই মুক্তি পেল ‘অ্যানিম্যাল’-এর টিজার। সন্দীপ রেড্ডি ভঙ্গ পরিচালিত এ সিনেমা যে বক্স অফিসে শোরগোল ফেলে দেবে, তা প্রথম ঝলক দেখেই বোঝা গেছে। রণবীরের বহু প্রতীক্ষিত এ সিনেমা ১ ডিসেম্বর মুক্তি পাবে।

জুন মাসে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’সিনেমার প্রি-টিজার প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় উঠেছি সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন নেটিজেনরা। পাশাপাশি চলচ্চিত্র সমালোচকরাও সেই আগাম ঝলক দেখে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এ সিনেমা বক্স অফিসে ব্যাপক ব্যবসা করবে। ‘ব্রহ্মাস্ত্র’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’সিনেমার পর এবার রণবীরকে দেখা গেল পুরোপুরি ভিন্ন রূপে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ