1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

৫ ফুট ১০ইঞ্চি নাটকে মোশারফ করিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১২
  • ৩৭২ Time View

নিজের উচ্চতা নিয়ে বেশ বিপাকে পড়েছেন মোশারফ করিম। নানান জায়গায় তার উচ্চতার জন্য বিব্রত  হতে হয়।

বিয়ের জন্য মেয়ে দেখতে রেস্টেুরেন্ট গেলে ৫ফুট ৬ ইঞ্চি উচ্চতার পাত্রী তাকে বেশ অপমান করে। অপমানিত হয়ে মোশারফ করিম করিম সিদ্ধান্ত নেন যেভাবেই হোক তাকে ৫ ফুট ১০ইঞ্চি হতেই হবে।

আর লম্বা মেয়ে ছাড়া বিয়ে করবেন না। ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে জেসিকাকেও দুরে সরিয়ে দেন। কারণ জেসিকাকে বিয়ে করলে তার বংশধররা বাটুল হয়ে জন্মাবে। শুরু হয় তার লম্বা হওয়ার নানান প্রক্রিয়া।

তাই গাছে ঝোলা থেকে শুরু, ডাক্তার-কবিরাজ এমনটি মুচির কাছ থেকে ৩ ইঞ্চি হাইহিল জুতাও তৈরি করে নেন।

কিন্তু ৫ ফুট ১০ইঞ্চি হতে যে আরো অনেক দেরি। অনেক বৃথা চেষ্টার পর মোশারফ করিমের বোধোদয় হয়।

কারণ অনেক খাটো লোকই আছেন যারা পৃথিবীর স্কলার। ম্যারাডোনা, হিটলার, চে-গুয়েভার, চার্লি চ্যাপলিনদের মতো অনেকেই আছেন যারা তার মত খাটো।

ঈদের জন্য নির্মিত এমনই একটি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। মেজবাহ্ উদ্দিন সুমনের রচনায় ৫ ফুট ১০ইঞ্চি নাটকটি পরিচালনা করবেন শাহজাদা মামুন।

মোহাম্মদ বোরহান খাঁন প্রযোজিত ঈদের এই বিশেষ নাটকে মোশারফ করিম ছাড়াও আরো অভিনয় করবেন মাসিয়াত, রাখি, সৈয়দ দুলাল, রাশেদসহ আরো অনেকে।

বাঁধন ড্রিম ভিশন পরিবেশিত এ নাটকটি আসন্ন্ ঈদে স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ