1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

আদনান সামীর জীবনকাহিনী নিয়ে ছবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২
  • ২৫৬ Time View

১৯৯৫ সালে জীবনের প্রথম ও একমাত্র ছবি ‘সারগাম’-এ অভিনয় করার পর অতিরিক্ত ওজন কমিয়ে আদনান সামী এখন তার প্রযোজিত প্রথম সিনেমাতে দ্বিতীয়বারের মতো অভিনয়ের জন্যও প্রস্তুত। পুরো বিষয়টি গল্পের মতো শোনালেও এতে অতিরঞ্জিত কিছু নেই।

ছয় বছর আগের কথা। ২০০৬ সালের জুন মাসে ডাক্তার আদনান সামীকে বেঁচে থাকা সময় মাত্র ৬ মাসে মধ্যে সীমিত করে দিলেন। অতিরিক্ত ওজনের (২০৬ কিলোগ্রাম) জন্য স্ত্রী তাকে ছেড়ে চলে যান। ফলে আদনান সামীর যখন জীবনের শেষ প্রহর কাটানোর সময়, তখন খাদ্যাভাস পরিবর্তন ও ব্যায়াম করে মাত্র ৯ মাসে ১০৭ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেন। আর এখন তার ওজন এসে দাঁড়িয়েছে ৭৫ কিলোগ্রামে!

অদম্য ইচ্ছা শক্তি ছিল বলেই আদনান সামী দেড় যুগ পরে আবারো বড় পর্দায় আসতে পারছেন। ছবিতে মূলত আদনান সামীর জীবন কাহিনীকেই তুলে ধরা হবে।

এতে দেখা যাবে স্থূলকায় অবস্থা একজন পপ গায়কের ব্যক্তি এবং পেশাগত জীবনে কিভাবে নানা সমস্যার সৃষ্টি করে। এশিয়ার সবচেয়ে দ্রুত কি-বোর্ডিস্ট আদনান সামী হিন্দি, উর্দু, তামিল ভাষায় নির্মিত অনেক ছবির জনপ্রিয় গান গেয়েছেন।

ভারতে চলচ্চিত্রের বাইরেও যে হিন্দি পপ গানকে জনপ্রিয় করা সম্ভব সেটা আদনান সামীই প্রথম দেখিয়েছেন। তার ‘তেরা চেহরা’, ‘কাভি তো নাজার মিলাও’, ‘তেরি কাসাম’, ‘কিসি দিন’-এর মতো অ্যালবামগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ