1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

কাইলি-সেলেনাদের টপকালেন প্রিয়াংকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৯ Time View

বলিউডের পাট চুকিয়ে হলিউড কাঁপাচ্ছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। অভিনয়ের পাশাপাশি লেখক ও উদ্যোক্তা হিসেবেও হচ্ছেন জনপ্রিয়। এবার ২০২৩ সালে তারকাদের বিউটি ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বিত্তশালী ব্র্যান্ডের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে প্রিয়াংকা চোপড়ার হেয়ার কেয়ার ব্র্যান্ড।
তারকাদের বিউটি ব্র্যান্ডগুলোর বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক বিউটি কমপেরিজন প্ল্যাটফরম কসমেটিফাই।
সেখানে তালিকায় প্রথম স্থানে আছে বিখ্যাত পপতারকা ও অভিনেত্রী রিয়ানার বিউটি কোম্পানি। তার মালিকানাধীন ব্র্যান্ড ফেন্টি বিউটির বার্ষিক আয়ের পরিমাণ ৪৭৭.২ মিলিয়ন পাউন্ড। আর ৪২৯.৯ মিলিয়ন পাউন্ড আয় করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিয়াংকার হেয়ার কেয়ার বিউটি ব্র্যান্ড।
অন্যদিকে ৩০১.৪ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে তৃতীয় অবস্থানে আছে কাইলি জেনারের বিউটি ব্র্যান্ড কাইলি কসমেটিকস। আর তালিকার চার ও পাঁচ নম্বরে আছে যথাক্রমে গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের ‘আরইএম বিউটি’ ও সেলেনা গোমেজের মালিকানাধীন ‘রেয়ার বিউটি’ ব্র্যান্ড।
তালিকা সম্পর্কে কসমেটিফাই জানিয়েছে, একটি ব্র্যান্ডের সাফল্য পরিমাপ করার অনেক উপায় আছে। কিন্তু আয় দিয়ে তুলনা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা সবচেয়ে তারকাদের বিউটি ব্র্যান্ডগুলোকে তাদের সা¤প্রতিক বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে একসঙ্গে তালিকা করা হয়েছে।
২০২২ সালে যাত্রা শুরু হয় প্রিয়াংকা চোপড়ার ‘হেয়ার কেয়ার’ ব্র্যান্ডটি। গত বছর বিউটি ব্যবসায় যুক্ত হওয়ার বিষয়ে ভোগ ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী এ অভিনেত্রী।
প্রিয়াংকা বলেন, আমি স¤প্রতি বিউটি ও বিনোদন ইন্ডাস্ট্রি— উভয় ব্যবসাতেই নেমেছি। এটি আমাকে একদিকে স্টাইলিস্টের চেয়ারে বসিয়েছে এবং অপর দিকে পণ্য ব্যবহারের মধ্যে পার্থক্য শিখিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ