হুমায়ুন আহমেদের ‘অতিথি’

হুমায়ুন আহমেদের ‘অতিথি’

সফুরা গ্রাম থেকে শহরে আসে এক বাড়িতে কাজ করার জন্য। গ্রামে তার দু’সন্তান আর স্বামীকে নিয়ে টানাপোড়েনের সংসার। সব মায়া ফেলে সন্তানদের পড়াশোনা আর ভবিষ্যৎ চিন্তা করে চার বছর কাজ করে শহরের ওই বাড়িতে। প্রথম দিকে বাড়ির মালিক তাকে ভালভাবে না নিলেও ধীরে ধীরে আপন হয়ে যায় সফুরা।

বাড়ির বাচ্চারাও তাকে পছন্দ করতে শুরু করে।  মালিক খুশি হয়ে তার বেতন বাড়ায়। আর সফুরা টাকা তুলে দেয় তার স্বামীর হাতে। বাড়তি টাকা দিয়ে স্বামী গ্রামে একটা বিয়ে করে। বউয়ের টাকায় ভালোই চলতে থাকে তার দিন। কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানে না সফুরা। সফুরার বাড়ি ফেরার সময় হয়। নিজ বাড়িতে এ কেমন বাড়ি ফেরা সফরার, যেন অতিথির মতো! সফুরা কি মেনে নেবে তার স্বামীর এ দ্বিতীয় বিয়ে?

গ্রামীণ নারীর জীবনের এমন রূঢ় বাস্তবতার গল্প ‘অতিথি’। প্রয়াত হুমায়ুন আহমেদের ছোটগল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন জিনাত হোসেন যুথী এবং নাটকটি পরিচালনা করেছেন জুয়েল রানা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা, আহমেদ রুবেল, যুথী, টুটুল চৌধুরী, রেবেকা মনি, শাহীন, ওয়াফা, অয়োমি, সারিকা, রুদ্র ও আরো অনেকে।

১ অক্টোবর চ্যানেল আইয়ের জন্মদিনে নাটকটি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে।

বিনোদন