1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

ম্যাককালামে হারলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২
  • ৮০ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ (ডি) পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে হেরেছে বাংলাদেশ। কিউইদের ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১১৯ রান।

নিউজিল্যান্ড: ১৯১/৩ (ওভার ২০)
বাংলাদেশ: ১৩২/৮ (ওভার ২০)
ফল: নিউজিল্যান্ড ৫৯ রানে জয়ী

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে বাংলাদেশ। কাইল মিলসের মারাত্মক বোলিংয়ে ৩৭ রান তুলতে চার উইকেট খোয়ায় লাল-সবুজরা। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। একে একে সাকিব আল হাসান (১১) ও মুশফিকুর রহিমও মিলসের শিকারে পরিণত হন। অন্যদিকে টিম সাউদি তুলে নেন আশরাফুলকে (২১)।

পঞ্চম উইকেটে ৫০ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন নাসির হোসেন ও মাহমুদুল্লাহ। দলীয় ৮৭ রানে নাথান ম্যাককালামের বলে লং অনে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ (১৫)। বাকি সময় নিউজিল্যান্ডের জয়কে কিছুটা বিলম্বিত করেন নাসির হোসেনরা।

৩৯ বলে ছয়টি চার ও এক ছয়ে অর্ধশতক পূর্ণ করেন নাসির। এছাড়া জিয়াউর রহমানের ব্যাট থেকে আসে ১৫ রান।

কাইল মিলস ও টিম সাউদি প্রত্যেকেই পেয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট দখল করেন জ্যাকব ওরাম ও নাথান ম্যাককালাম।

দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন মার্টিন গুপটিল (১১)। আব্দুর রাজ্জাকের ডেলিভারি রক্ষণাত্মক খেলতে গিয়ে লাইন মিস করায় বল স্ট্যাম্পে আঘাত হানে। তবে দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন ম্যাককালাম ও জেমস ফ্রাঙ্কলিনের ৯৪ রানের জুটি নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। দলীয় ১১৩ রানে এই জুটি ভেঙ্গে দেন পেসার মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির বলে ডিপ মিডউইকেটে ফ্রাঙ্কলিনকে (৩৫) তালুবন্দী করেন ইলিয়াস সানি।

তবে ব্রেন্ডন ম্যাককালামকে থামানো যায়নি। রস টেলরকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি উপহার দেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড। ৫৮ বলে ১১টি চার ও সাত ছয়ে ১২৩ রান করেন ম্যাককালাম। এছাড়া টেলরের ব্যাট থেকে আসে ১৪।

আব্দুর রাজ্জাক দুটি উইকেট পান। অপর উইকেটটি দখল করেন মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, ইলিয়াস সানি, আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলাম।

নিউজিল্যান্ড দল: রস টেলর (অধিনায়ক), মার্টিন গুপটিল, রব নিকোল, ব্রেন্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন, জ্যাকব ওরাম, জেমস ফ্রাঙ্কলিন, ড্যানিয়েল ভেট্টরি, নাথান ম্যাককালাম, টিম সাউদি ও কাইল মিলস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ