1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

সেতুবন্ধন ধরে রাখতে ‘বন্ধন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২
  • ৯৫ Time View

‘বন্ধন’ নামের একটি সংগঠন গড়ে তুলেছেন বাংলা চলচ্চিত্রের চার কিংবদন্তি সিরাজুল ইসলাম, রানী সরকার, মীরানা জামান এবং খলিল উল্লাহ খান।

শুধু নিজেদের ভালোলাগা-মন্দলাগা একে অন্যের সঙ্গে শেয়ার করা আর আগামীর কথা ভেবেই তারা ভিন্নধর্মী অরাজনৈতিক এ সংগঠন গড়ে তুললেন।

গত ৯ সেপ্টেম্বর আলোকচিত্রশিল্পী আশীষ সেনগুপ্তের স্টুডিও ‘আইক্লিক’- এ এ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে প্রধান আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম। সংগঠনের আগামী দিনের পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেন রানী সরকার, মীরানা জামান এবং খলিল উল্লাহ খান।
শিল্পীদের মধ্যে সমন্বয় সাধন করেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। মূলত তার উদ্যোগেই বন্ধনের যাত্রা শুরু।

সংগঠনটির আগামী দিনের কাজকর্ম নিয়ে সিরাজুল ইসলাম বলেন, “বন্ধন আসলে কাজ করবে সিনিয়র অভিনয় শিল্পীদের নিয়ে। আমার মতো অনেকেই আজ অবসর জীবন যাপন করছেন, আবার কেউ কেউ খুব কম কাজ করছেন। আবার অনেকেই দেশের বাইরে আছেন। কিন্তু অনেকের সঙ্গেই অনেকের কোনো যোগাযোগ নেই। বন্ধন সেই যোগাযোগটা স্থাপন করবে। মূলত সাংবাদিক অভি মঈনুদ্দীনই দেশে এবং বিদেশে অবস্থানরত সিনিয়র শিল্পীর মধ্যে যোগাযোগ স্থাপন করবেন।”

ইতিমধ্যে বিষয়টিকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করে চলচ্চিত্র, নাটক এবং সংগীতাঙ্গনের জ্যেষ্ঠ শিল্পীরা এই উদ্যোগকে সাধ‍ুবাদ জানিয়েছেন। তাদের মধ্যে আছেন— আরিফুল হক, একে কোরেশী, কাফি খান, শবনম, রবিন ঘোষ, আনোয়ার হোসেন, বশীর আহমেদ, মঞ্জুর হোসেন, আনিস, নায়ক রাজ রাজ্জাক, বেবী জামান, শর্মিলী আহমেদ, তন্দ্রা ইসলাম, আলম খান, প্রবীর মিত্র, জাহানারা আহমেদ, মায়া ঘোষ প্রমুখ।

অভি মঈনুদ্দীন বলেন, “সত্যি বলতে কী অনেক সময়ই সিনিয়র শিল্পীদের সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তারা কেমন আছেন, কোথায় আছেন। সঠিক তথ্য সরবরাহের লক্ষ্যেই আমি মূলত এর সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়েছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ