1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

বিসিকে ১০ ভাগ প্লট নারীদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
  • ৬১ Time View

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্প নগরীগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য বাধ্যতামূলকভাবে ১০ শতাংশ প্লট সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই সঙ্গে ‘ক্লাস্টার বা মনোটাইপ’ শিল্পপার্কে প্লট বরাদ্দের ক্ষেত্রেও তাদের জন্য একই পরিমাণ কোটা সংরক্ষণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়ার সভাপতিত্বে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় দেশের শিল্প নগরীগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরে দ্রুত একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে বিসিক কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশের সম্ভাবনাময় চরাঞ্চল, সরকারি খাস জমি ও শিল্প কারখানার অব্যবহৃত জমিতে ‘ক্লাস্টার শিল্পনগরী’ গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া বিদেশি উদ্যোক্তাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে প্যাকেজ সুবিধা ঠিক করতে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

কৃষি সচিব মনজুর হোসেন ও শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ