1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

রোটারী সিড অ্যাওয়ার্ড পেলেন প্রাণ গ্রুপ প্রতিষ্ঠাতা আমজাদ খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
  • ৭০ Time View

ঢাকার দু’টি রোটারী ক্লাব প্রবর্তিত এ বছরের সায়েন্স এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট (সিড) অ্যাওয়ার্ডে ভূষিত হলেন প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী।

সম্মাননা প্রদান উপলক্ষে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন গত শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর হাতে সম্মাননা তুলে দেন আইসিসি (ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর ড. ইসতিয়াক এ জামান পিএইচডি, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার প্রেসিডেন্ট সৈয়দ মাহবুবুর রহমান এবং ইনস্টলেশন (অভিষেক) কমিটির চেয়ারম্যান খালিদ হাসান।

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামাঞ্চলে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বীকৃতিস্বরূপ আমজাদ খান চৌধুরীকে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার হিসেবে দেওয়া হয় নগদ দুই লাখ টাকা, একটি মেডেল এবং মানপত্র।

উল্লেখ্য, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা এবং রোটারী ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা ফাউন্ডেশন ১৯৯৫ সালে সিড অ্যাওয়ার্ড প্রবর্তন করে।

এর আগে যারা এ পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে অন্যতম-  নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, ফজলে হাসান আবেদ, আইবিএ’র প্রতিষ্ঠাতা প্রফেসর সফিউল্লাহ, আবদুল্লাহ আবু সায়ীদ, ড. জামিলুর রেজা চৌধুরী, প্রফেসর ইকবাল কাদির, শাইখ সিরাজ, ড. মোহাম্মদ জাফর ইকবাল এবং হরিপদ কাপালী।

বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে কম্যুনিটির জীবনমান উন্নয়নের উদ্দেশ্য নিয়ে রোটারী ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ