1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

ভারত থেকে রিকন্ডিশন্ড ট্রাক আমদানির প্রস্তাব নাকচ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
  • ৭৭ Time View

ভারত থেকে রিকন্ডিশন্ড ট্রাক ও মোটরসাইকেল আমদানি করতে সংসদীয় কমিটির প্রস্তাব নাকচ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি এবিএম আবুল কাসেমের সভাপতিত্ব বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, এম. আবদুল লতিফ ও শেখ আফিল উদ্দিন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে ভারত থেকে রিকন্ডিশন্ড ট্রাক ও মোটর সাইকেল আমদানির বিষয়টি উত্থাপন করেন শেখ আফিল উদ্দিন ।

তিনি বলেন, “যশোরের বেনাপোল স্থল বন্দরের আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা রিকন্ডিশন্ড ট্রাক আমদানি করার দাবি জানিয়েছে। ভারতের নতুন ট্রাকের চেয়ে পুরাতন ট্রাকের মান ভালো বলে তারা মনে করে।”

সূত্র জানায়, বৈঠকে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে বলেন, “ভারত থেকে পুরনো ট্রাক আমদানি করা হলে অসাধু ব্যবসায়ীরা অধিক পুরনো ট্রাকে নতুন রং করে প্রতারণা করবে। ফলে ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবে।”

বৈঠক শেষে শেখ আফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, “বেনাপোল বন্দরের আমাদনি-রফতানিকারক ব্যবসায়ীরা দাবি তোলায় এ প্রস্তাব দিয়েছি।”

তার প্রস্তাবের ব্যাপারে মন্ত্রীর আপত্তির কথা জানিয়ে তিনি বলেন, “যেসব ব্যবসায়ী ট্রাক আমদানি করবে তারা সেগুলো যাচাই করে নিতে পারে।”

প্রতারিত হওয়ার আশঙ্কা সম্পর্কে মন্ত্রীর সঙ্গে দ্বিমত পোষণ করে যশোর-১ আসনের এ সংসদ সদস্য বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী সব জায়গাতেই আছে। তাদের কারণে তো সব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারে না। এমন আশঙ্কা থাকলে খ্যাতিসম্পন্ন গাড়ি আমদানিকারকদের মাধ্যমে ট্রাক আমাদনি করা যেতে পারে।”

অপরদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববারের বৈঠকে অপ্রয়োজনীয় ও সনাতন নীতিমালা এবং প্রতিবন্ধকতামূলক প্রশাসনিক নিয়ম-কানুন বাদ দিয়ে যুগোপযোগী বিধি-বিধান সংযোজন করে ব্যবসায়ীদের স্বাভাবিক নিয়ন্ত্রণের আওতায় কাজ করার সুযোগ দিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সচেষ্ট হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ