1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

ইমন এখন মুম্বাইয়ের পথে

Reporter Name
  • Update Time : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২
  • ১০৯ Time View

মিডিয়ায় যিনি যতো ভালো দর্শকপ্রিয় কাজ করবেন, তার দর্শক ও ভক্তের সংখ্যা ততো বাড়বে। সেই সাথে বাড়বে জনপ্রিয়তা। বর্তমানে ইমন বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেতা । দিন দিন বিজ্ঞাপন ও সিনেমা অঙ্গনে তার ব্যস্ততা বেড়েই চলেছে। সেই সাথে দর্শকদেরও বাড়ছে তার প্রতি নানা ধরনের প্রত্যাশা। ইমন চলচ্চিত্রে পদার্পণ করেন হুমায়‍ূন আহমেদের কাহিনী নিয়ে নির্মিত তৌকির আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে।

তবে এখন আর শুধু দেশের চলচ্চিত্র নয়। এবার বলিউডের হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ইমন। ছবির নাম মিশন প্যারিস। ছবিটি পরিচালনা করবেন স্বপন আহমেদ। আর ইমনের বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন রকস্টার ছবির নায়িকা নার্গিস ফখরি। পরিচালক সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় মুম্বাইয়ের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে এ ছবির চুক্তির জন্য ইতিমধ্যে মুম্বাইয়ের পথে পাড়ি জমিয়েছেন ইমন।

মুম্বাই যাবার পূর্বে এ বিষয়ে ইমন জানান, ‘মুম্বাই যাচ্ছি এটা ঠিক। তবে এ ছবির বিষয়ে আমি আগেই কোনকিছু জানাতে চাই না। কারণ সব কিছু ঠিক থাকলে ছবিতে সাইন করে দেশে ফিরব। আর মূলত মিটিং ও ছবিতে চুক্তির বিষয়ে কথা বলতেই মুম্বাই যাচ্ছি। দেশে ফিরে পুরো বিষয়টা সবাইকে জানাতে চাই।’

এদিকে ছবির গল্প বিষয়ে স্বপন আহমেদ জানান, ‘ঘটনাটি সেই সপ্তদশ শতাব্দির। বাংলার সুবেদার শায়েস্তা খার মেয়ে পরী বিবির কাছে ছিল প্রচুর স্বর্ণালকার। মৃত্যুর আগে তিনি স্বর্ণালংকারের বাক্সটি লালবাগ দুর্গের এক সুরঙ্গের মাটির নিচে পুঁতে রাখেন। বাংলাদেশ প্রত্নতত্ব বিভাগ কেল্লার সংস্কার করতে গিয়ে খুঁজে পায় বাক্সটি। কিন্তু একদল আর্ন্তজাতিক চোরাকারবারি কৌশলে বাক্সটি চুরি করে এবং তা পাচার করে দেয় ফ্রান্সের প্যারিসে। চুরি হওয়া এ বাক্সটির দায়িত্ব পায় বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা। এভাবে কাহিনী এগুতে থাকে। আমার কাহিনী থেকে ছবিটির চিত্রনাট্য লিখেছেন বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার প্রফুল পারেখ। ছবিটির বেশির ভাগ কাজ হবে প্যারিসে।’

বিজ্ঞাপন ও সিনেমায় নিয়েই আজকাল বেশি ব্যস্ত ‘বাংলালিংক দেশ’ খ্যাত এই মডেল ও অভিনেতা। বর্তমানে বড় পর্দায় অভিনয়ই তার ধ্যান-জ্ঞান। ইমন বলেন, “ছোট পর্দা নিয়ে এখন তেমন ভাবি না। ক্যারিয়ারের শুরুতে ছোট পর্দা-বড় পর্দা মিলে কাজ করলেও এখন আর না। এখন আমার ধ্যান-জ্ঞান শুধুই বড়পর্দা এবং সেই সাথে নিজের অভিনয়ের প্রতি মনোযোগ বাড়ানো। কারণ ভালো অভিনয়ের পাশাপাশি ভালো গল্পটাও অনেক জরুরি।”

ইমনের অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে গাজী মাহবুবের ‘আমার পৃথিবী তুমি’, পি এ কাজলের ‘গরিবের ভাই’, শাহীন সুমনের ‘অংক’, স্বপন আহমেদের ‘লালটিপ’, শাহাদত হোসেন লিটনের ‘মারুফের চ্যালেঞ্জ’, জি সরকারের ‘গার্মেন্টস কন্যা’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘অবুঝ ভালোবাসা’, শাহীন কবীর টুটুলের ‘এইতো ভালোবাসা’, খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’।

এছাড়া বর্তমানে আরও কিছু সিনেমার কাজ চলছে তার। এর মধ্যে রয়েছে আহমেদ আজিমের‘ পায়রা ’, খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’, নার্গিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনও তো প্রেম হয়’ এবং আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শ্যুটিং শুরু করবেন রিপন পরিচালিত নতুন ছবি তুমি সন্ধ্যার মেঘমালা।

নতুন ছবিগুলো নিয়ে দারুণ আশাবাদী ইমন। সবশেষে বললেন, “আমি শেষ পর্যন্ত অভিনয় করে যেতে চাই। কারণ এখন আমি শুধু একজন অভিনেতা হিসেবে অভিনয় করি না, আমি অভিনয় নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমি চাই আগের মতো আবার দর্শকরা হলমুখি হোক। অভিনয় নিয়ে ভালোমন্দ আমাকে বলুক। তাহলেই আমার অভিনয় জীবন স্বার্থক।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ