1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

ইন্টারনেটে অনলাইন টিভিগাইড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২
  • ১৩৯ Time View

ইন্টারনেটে চালু হয়েছে সাতদিন ডট কম (www.shatdin.com) । এই ওয়েবসাইটে বাংলাদেশের সব টিভি চ্যানেলের অনুষ্ঠানের সময়সূচি জানা যাবে। বাংলাদেশি চ্যানেলের পাশাপাশি ন্যাশনাল জিওগ্রাফিক, জিটিভি, নিও স্পোর্টস, ডিসকভারি, ইটিভি, স্টার জলসাসহ ৫০টির ও বেশি  বিদেশি চ্যানেলের অনুষ্ঠানের সময়সূচিও পাওয়া যাবে সাইটটিতে।

সম্প্রতি এ ওয়েবসাইটের উদ্বোধন করেন  এ বছর একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক  আনিসুল হক। এ সময় তিনি বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। আমাদের টিভি দর্শক বাড়ানোর জন্য এসবের দরকার আছে। কেননা এ দেশের মানুষের বিনোদনের জন্য এ ধরনের অনলাইন টিভি গাইড খুব কার্যকর হবে বলে আমি মনে করি। এখানে পরিকল্পিতভাবে সাজানো একটি টিভি গাইড দর্শকেরা সহজেই পেয়ে যাবেন।’

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাতদিন ডটকমের  প্রধান নির্বাহী  আহমেদ হাসান। তিনি  বলেন, ‘বাংলাদেশে ও দেশের বাইরে বাংলাদেশি চ্যানেলগুলোর প্রচুর দর্শক রয়েছে। সংবাদপত্রে প্রতিদিনের অনুষ্ঠানের সময়সূচি থাকলেও একই সঙ্গে ৭ দিনের টিভি অনুষ্ঠানের সময়সূচি সেখানে থাকে না। অনেক সময় দেখা যায়, পছন্দের অনুষ্ঠানের সময় ভুলে যান অনেকেই। এ সমস্যা থেকে মুক্তি পেতে বিনা মূল্যে নিবন্ধন করার পর একটি সুবিধা আছে, সেখানে আপনি যদি লিখে রাখেন কবে পছন্দের অনুষ্ঠান, নাটক, সিনেমা বা টক শো হবে, অনুষ্ঠানের  ১২ ঘণ্টা আগেই আপনার ই-মেইল ঠিকানায় অনুষ্ঠানসূচি স্মরণ করিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রচারিত অনুষ্ঠানের (কনটেন্ট) ধারা সম্পর্কে পরিসংখ্যান যেন পাওয়া যায়, সেটিও এ সাইট চালুর অন্যতম উদ্দেশ্য। বিনোদনকে হাতের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস এটি। শিগগিরই এতে যোগ হবে ঢাকার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনীর তথ্য। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন,কমপিউটার বিচিত্রার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভ’ইয়া ইনাম লেনিন।

সাইটটিতে বিভিন্ন আয়োজনের খবরের পাশাপাশি কোন অনুষ্ঠান কখন পুণঃপ্রচার হবে, সেটিও জানা যাবে । দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্রের কাহিনীর সারসংক্ষেপ দেওয়া থাকবে এ সাইটে।  বিভিন্ন  চ্যানেলের  নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, টেলিফিল্ম, ছায়াছবি, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানের  দিন, সময় এবং কোন চ্যানেলে প্রচারিত হবে তা  হোমপেইজের শুরুতেই  দেখার পাশাপাশি রয়েছে সংশ্লিষ্ট ইমেজ গ্যালারি। তবে ওয়েবসাইটের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি মনে হলো তা  হচ্ছে, দেশি-বিদেশি  মোট ৫১টি চ্যানেলের মধ্যে প্রচারিত নিয়মিত এবং অনিয়মিত  অনুষ্ঠানগুলো কোনদিন কখন প্রচারিত হবে তা । বেশ সহজেই জানা  যাচ্ছে ওয়েবসাইটের উপরের দিকে বামপার্শ্বে থাকা ‘পছন্দের অনুষ্ঠান খুঁজুন’ অংশটি থেকে। এখানে সার্চ করে পছন্দের অনুষ্ঠান সম্পর্কে জানা যাবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ