1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

ঈদে কেমন ছিলেন ছয় তারকা?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ আগস্ট, ২০১২
  • ৯৯২ Time View

ঈদ আসার প্রায় দু’মাস আগেই তারকাদের কাজের চাপ বেড়ে যায়। দেশে টিভি চ্যানেল বাড়ছে সেই সঙ্গে বাড়ছে বাড়ছে ব্যস্ততা। ঈদের মাত্র কদিন আগে তারা হাতে কিছুটা সময় পান। ঈদের ছুটিতে তারকারা কে কোথায় ছিলেন, কেমন হলো এবার তাদের ঈদ?
ঘুমের মধ্যেই ঈদ শেষ : মোশাররফ

Mosarrafজনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার ঈদের দুদিন আগেও একটি নাটকের শুটিংয়ে অংশ নেন। ঈদে তিনি ঢাকাতেই ছিলেন। স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদের ছুটি কাটিয়েছেন।  তিনি বলেন, ঈদের ছুটির কয়েকটা দিন আরাম করে ঘুমিয়েছি। ঈদের দিনেও কোথাও বের হয়নি। ঘুমের মধ্যেই আমার ঈদ শেষ।

এবার ঈদে প্রায় ৩০টি একক নাটক আর ৬ পর্বের চারটি ধারাবাহিকে অভিনয় করলেও মোশাররফ করিম টিভির সামনে বসেছেন খুব কম। এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদে আমি টেলিভিশন দেখি না। এমনকি নিজের নাটকগুলোও আমি দেখতে বসি না। আমার মনে হয়, যে ধরনের অভিনয় করা দরকার তা আমি করতে পারি নি। তাই এসব নাটক দেখতে বিব্রত লাগে। তবে একটা নাটক অবশ্য খুব মন দিয়ে দেখেছি। নাটকটির নাম ‘অথেলো সিনড্রেলা’। ঈদের চতুর্থ দিন এটি বিটিভিতে প্রচার হয়েছে। এটি আমার স্ত্রী রোবেনা রেজা জুঁইয়ের লেখা, পরিচালনা করেছেন রাজীব রসুল। এ নাটকে আমার স্ত্রী অভিনয়ও করেছে। কাজেই না দেখে উপায় ছিল না।

ঈদ কেটেছে রান্নাঘরে : তিশা

Tishaজনপ্রিয় অভিনেত্রী তিশার এবার ঈদ কেটেছে রান্নাঘরে। ঈদের ছুটিতে তিনি রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। এ প্রসঙ্গে তিশা বাংলানিউজকে বলেন, ঈদের দিন শুধু কয়েকঘণ্টার জন্য আম্মুর বাসা আর শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। এছাড়া ঈদের পুরো ছুটি বাসায় কাটিয়েছি। অন্য ঈদে আম্মুর বাসা আর শ্বশুরবাড়ি থেকে রান্না করা খাবার আসে আমাদের বাসায়। এবার আমি বাসায় নিজেই রান্নার কাজটা করেছি। ঈদের ছুটিতে যারা বেড়াতে এসেছেন তারা আমার রান্নার প্রশংসা করেছেন।

তিশা আরো জানালেন, ঈদের তিনদিন আগেও তাকে নাটকের শুটিং করতে হয়েছে। আবার এরই মধ্যে আরেক ঈদের কাজ চলে এসেছে হাতে। রোববার থেকে তিনি পরবর্তী ঈদের নাটকের শুটিংয়ে অংশ নেওয়া শুরু করবেন।
ঈদে নিজের অভিনীত নাটকগুলো মধ্যে ‘আমি তৃণা ও ম্যাজিক’, ‘আরমান ভাই হাউজ হাজবেন্ট’ আর ‘মনফড়িংয়ের গল্প’ নাটকের জন্য অনেক প্রশংসা পেয়েছেন বলে তিশা জানান।

টিভি দেখে ঈদ কেটেছে : মাহফুজ আহমেদ

Mahfuzএবার ঈদে জনপ্রিয় অভিনেতা ঢাকাতেই ছিলেন। অন্য বছরের মতো ঈদের ছুটি কাটিয়েছেন টিভি দেখে। এ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, আসলে ঈদ উপলক্ষে অনেক ভালো ভালো প্রডাকশন তৈরি হয়। কাজের ব্যস্ততায় অন্য সময় মন দিয়ে টিভি দেখা সেভাবে সম্ভব হয় না। ঈদের ছুটিতে তাই নাটক-টেলিফিল্ম দেখার সুযোগটা কাজে লাগাই। শুধু নিজের অভিনীত নাটকই নয়, যতদূর পারি অন্যদের কাজও দেখার চেষ্টা করি।

মাহফুজ আহমেদ জানালেন, এবার ঈদের নাটকে বৈচিত্র্য ছিল চোখে পড়ার মতো। বেশ কিছু নাটক দেখে এবার তিনি আনন্দ পেয়েছেন। এসবের মধ্যে তার ভালো লাগা কয়েকটি নাটকে কথা জানতে চাইলে তিনি বলেন, ঈদের দিন বিকালে চ্যানেল আইতে প্রচার হয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘ফাঁদ’ নামের একটি নাটক। আমি জানি না, ঈদের বিকালটায় ক’জন এই নাটকটি দেখেছেন। নবীন পারফর্মারদের নিয়ে এই কাজটি আমার অসাধারণ লেগেছে। অমিতাভ রেজার একটি নাটক দেখলাম। এনটিভিতে। একটি সাধারণ ঘটনাকে তিনি তার নাটকে অসাধারণ করে তুলেছেন। চ্যানেল টোয়েন্টি ফোরে দেখেছিলাম ‘অ্যারেঞ্জ ম্যারেজড’ শিরোনামের একটি নাটক।

ঈদের মধ্যেও কাজ ছিল : নওশীন

noshinঈদের আগেও যেমন কাজের ব্যস্ততা ছিল, ঈদের ছুটিতেও নওশীনকে থাকতে হয়েছে কাজের মধ্যে। এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদেও কাজ আমার পিছু ছাড়ে নি। জিটিভিতে এসএলপিএ খেলা উপস্থাপনা করতে হয়েছে। বেশ কয়েকটা লাইভ অনুষ্ঠানও উপস্থাপনা করেছি। বাকিটা সময় অবশ্য বাসায় কাটিয়েছি। বৃষ্টি হওয়ার কারণে ঈদে আর কোথাও বের হওয়া হয়নি। ছেলেকে তেমন সময় দেওয়া হয় না বলে তাকেই আলাদাভাবে সময় দেওয়ার চেষ্টা করেছি।

নওশীন জানালেন, বাসায় সবার সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দাতেও তিনি চোখ রেখেছেন। এবার ঈদের টিভি অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে নওশীন বললেন, আমার মনে হয়েছে টিভি অনুষ্ঠানমালায় এবার যথেষ্ট বৈচিত্রের ছোঁয়া ছিল। অনেক ভালো ভালে নাটক ও টেলিফিল্ম দেখার সুযোগ দর্শকরা পেয়েছেন। টিভি চ্যানেলের সংখ্যা বাড়ায় সব চ্যানেলই অনুষ্ঠানমালায় বৈচিত্য আনতে চেয়েছে। এতে লাভবান হয়েছে দর্শকেরা।

পরিবারকে সময় দেওয়াটাই বড় প্রাপ্তি : চঞ্চল চৌধুরী

choncholজনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী কাজ নিয়ে ব্যস্ত থাকেন বছর জুড়েই। ঈদের দুমাস আগে থেকে কাজের চাপ বেড়ে যাওয়ায় ছুটির দিনেও তাকে শিডিউল দিতে হয়। ঈদের ছুটির পুরোটা সময় তাই পরিবারের সঙ্গেই তিনি কাটিয়েছেন।

তিনি বললেন, কাজের চাপে পরিবারে খুব একটা সময় দেওয়া হয় না, তাই ঈদের পুরোটা ছুটি পরিবারের সঙ্গেই কাটিয়েছে। পরিবারকে সময় দিতে পারাটাই ঈদের ছুটির বড় প্রাপ্তি বলে মনে করি।

চঞ্চল চৌধুরী আরো বললেন, এবারের ঈদে চ্যানেল একাত্তরের আয়োজনে গার্মেন্টকর্মীদের কিছুটা সময় ঈদ আনন্দ উপভোগ করার সময় বেশ ভালো লেগেছে। আমরা কতো আনন্দ করে সময় কাটাই আর ওরা কতো কষ্ট করে অল্প চাহিদার মধ্যে জীবনকে বেঁধে রাখে। ওরা আমার নাটক ও ছবি দেখে, আমার অসম্ভবভক্ত। আমার কিছু গান ও অভিনয় তারা আমাকে দেখালো যা বেশ ভালো লাগলো। সব মিলিয়ে ঈদটাকে বেশ স্বস্তির সঙ্গে উপভোগ করেছি।

ঈদে ঘিরে ছিল অন্যরকম ভালালাগা : নিপুণ

nipunঢালিউডের নায়িকা নিপুণ ঈদে করেছেন ঢাকাতেই। কোথাও বেড়াতে যান নি। তবে এবারের ঈদটি তার কাছে ছিল একেবারেই অন্যরকম।

এ প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদে বড় পর্দার ৪টি ছবিসহ ছোটপর্দার একাধিক নাটক, অনুষ্ঠান আর নতুন বিজ্ঞাপন আমাকে দেখা গেছে। সিনেমা হলে মুক্তি পাওয়া ৬টি ছবির মধ্যে ৪টিতে অভিনয় করি। এবারই প্রথম একসঙ্গে আমার এতোগুলো ছবি মুক্তি পেয়েছে। আমার কাজের ভালো সাড়াও পাচ্ছি। তাই এবার ঈদ ঘিরে ছিল আমার অন্যরকম ভালোলাগা।

তিনি আরও বলেন, সামনে আবার কাজের ব্যস্ততা বাড়ছে। ২৮ আগস্ট থেকে মাসুদ সেজানের নতুন ধারাবাহিক কাজ করতে হবে। আগামী মাসে আছে ২টি ছবির শুটিং। সব মিলিয়ে নিজের জন্য সময় বের করা সম্ভব হবে না। তাই ঈদের ছুটিতে নিজের পেছনেই ব্যয় করলাম।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ