1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

সাকলাইনের অভিজ্ঞতাগুলো নেবেন সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২
  • ৮৬ Time View

স্পিনারদের নিয়ে পুরো সেশনটাই কাটালেন সাকলাইন মুস্তাক। শেরেবাংলার ইনডোরে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ‘র সঙ্গে ইমরুল কায়েসকেও পরখ করে দেখলেন কোচ।

বেশ কয়েকজনের বোলিংয়ের ভিডিও করলেন দুসরার প্রবর্তক। প্রথম দর্শনে মুগ্ধ সাকলাইন, ‘সবার সঙ্গে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করছি। প্রত্যেককে দেখছি, কে কোন অবস্থায় আছে। একটি সেশন দেখে আমার মনে হয়েছে প্রত্যেকে খুব ভালো। অল্প কিছু কাজ করতে হবে।’

বিশ্বকাপের আগে বড় কোনো পরিবর্তন করতে যাবেন না সাকলাইন। খেলোয়াড়দের পরিশীলন করার জন্য কাজ করবেন। সে জন্য যেটুকু পরিবর্তন আনতে হয় তাতে আপত্তি করবেন না।

কোচের উপস্থিতি দেশের সেরা স্পিনার সাকিব আল হাসানকেও আলোড়িত করেছে। তিনিও ছিলেন সাকলাইনের অনুশীলনে। বাঁহাতি স্পিনার বলছিলেন, ‘তার অভিজ্ঞতা আমাদের খুব কাজে লাগবে। সবচেয়ে বড় কথা তিনি উপমহাদেশের। উনার সঙ্গে মানিয়ে নিতে আমাদের বেশি সময় লাগবে না। বিশেষ করে খেলায় যখন সংকটমুহূর্ত আসে তখন তারা কি করতেন সেই পরামর্শ পেলে আমাদের লাভ হবে।’

সাকিবের মতে, ‘তার কিছু বিশেষ ডেলিভারি আছে। সেগুলোর কৌশল যদি আমাদের মধ্যে ছড়িয়ে দেন তাহলে দেশের বোলিং আরও এগিয়ে যাবে। আমার নিজের বোলিংয়ের দুর্বলতা নিয়ে উনার সঙ্গে পরিকল্পনা করে কাজ করবো।’

জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ প্রথম দিনে সবচেয়ে বেশি কোচের সান্নিধ্য পেয়েছেন। তিনি বলছিলেন, ‘আমার বোলিং অ্যাকশন, বল ছাড়ার পয়েন্ট নিয়ে কথা বলেছেন। কোনটাতে টার্ন একটু বেশি হবে, কোনটাতে পরিবর্তন আসবে সেটা দেখাচ্ছিলেন।’

চাপের ম্যাচে কিভাবে খেলতে হবে সে সম্পর্কে পাকিস্তানের সাবেক স্পিনারের কাছ থেকে একটা ধারণা পেয়েছেন বলে জানান মাহমুদউল্লাহ, ‘তিনি আলাপ করেছেন যখন ইন্ডিয়া-পাকিস্তান খেলা হতো তখন অনেক চাপ থাকতো। সে সময় তিনি কিভাবে চাপ মোকাবেলা করতেন। এই জিনিসগুলো নিয়ে টুকটাক কথা হয়েছে। ইনশাল্লাহ আরও হবে।’

কোচের কাছ থেকে কিভাবে সবকিছু আদায় করে নিবেন তা নিয়ে ভাবছেন সহ-অধিনায়ক, ‘আমার যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে সেগুলো চিহ্নিত করে তাকে বললে তিনি শুধরে দিবেন। আমি যেটা মনে করি কাজটা আমাকেই করতে হবে। যতটা সম্ভব আমাকে আদায় করে নিতে হবে। আমরা সবাই জানি তিনি পাকিস্তান এবং বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার ছিলেন। আমার চেষ্টা থাকবে যতটুকু আমার লাভ হয় ততটুকু আদায় করে নেওয়া।

এই মুহূর্তে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যেতে রাজি নন মাহমুদউল্লাহ, ‘ছোট খাটো কিছু ত্রুটি থাকলে সেগুলো ঠিক করবো। পরীক্ষা-নিরীক্ষা করবো যখন আমাদের খেলা কিছুদিন বন্ধ থাকবে তখন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ