1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

ট্র্যাক ছেড়ে আইপিএলে খেলবেন ইয়োহান ব্লেক!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২
  • ৮১ Time View

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি জ্যামাইকার ইয়োহান ব্লেক। রেসের বাইরে পুরোদস্তুর একজন ক্রিকেটার এই স্প্রিন্টার! ক্রিকেট ভক্ত ব্লেক জানিয়েছেন, ‘আগামী মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান তিনি!’

অলিম্পিকে ১০০ মিটার রেসে তাকে পেছনে ফেলে প্রতিযোগিতার স্বর্ণ পদক জিতেছেন স্বদেশী উসাইন বোল্ট। তবে রৌপ্য জিতেও খুশি ব্লেক। তাই রেস শেষে এক দল ভারতীয়কে জানিয়েছেন, ভবিষ্যতে ব্যাট-প্যাড পড়ে ক্রিকেট খেলার ইচ্ছা আছে তার।

ভারতীয় ক্রিকেটের ভালোই খোঁজখবর রাখেন ব্লেক। এজন্য ভারতীয়দের কাছে পেয়ে ২২ বছর বয়সী এই জ্যামাইকান বলেন, ‘ওহ! আপনারা ভারতীয়। জানেন, আমি ক্রিকেটের ভক্ত। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, বীরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়ের খেলা আমার ভালো লাগে।’

শচীনদের ভক্ত ব্লেক ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতেও আগ্রহী। বিশেষ করে ক্রিস গেইলের দল রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামতে চান তিনি। বলেন, ‘আমি গেইলের বন্ধু। সে গ্রেট ব্যাটসম্যান। আইপিএলে গেইল চ্যালেঞ্জার্সের হয়ে খেলে। আমিও তার সঙ্গে একই দলের হয়ে মাঠে নামতে চাই।’ ২০১১’র বিশ্বচ্যাম্পিয়নশিপের দ্বৈতে স্বর্ণ পদক জয়ী পছন্দ করেন আইপিএলের আরও দুটি ক্লাবকে। এর মধ্যে রয়েছে কলকাতা নাইটরাইডার্স ও চেন্নাই সুপার কিংস।

তার প্রিয় ক্রিকেটার ব্রায়ান লারা। বলেন, ‘লারা একজন কিংবদন্তি ক্রিকেটার। আমার প্রিয় ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া শচীনেরও ভক্ত আমি। আর তরুণদের মধ্যে ভালো লাগে বিরাট কোহলিকে।’

তবে ক্রিকেট মাঠে বোলার হিসেবে বেশি স্বচ্ছন্দ বোধ করেন না ব্লেক। তার মতে, ‘আমি কখনো ব্যাটসম্যান ছিলাম না। আসলে আমি একজন বোলার। খুব দ্রুত বোলিং করতে পারি। এক কথায়, আমার বোলিংয়ের গতি জহির খানের চেয়েও বেশি।’ কিংসটন ক্রিকেট ক্লাবের হয়ে নিয়মিত ক্রিকেট খেলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ