1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ

ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন হামিদ আনসারি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ আগস্ট, ২০১২
  • ৭৮ Time View

পুনরায় ভারতের উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৭৫ বছর বয়সী হামিদ আনসারি। ভারতের চতুর্দশ  উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। ভারতের ত্রয়োদশ উপ-রাষ্ট্রপতি হিসেবেও এর আগের মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।

ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে উপ-রাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন আনসারি। তার আগে শুধুমাত্র দার্শনিক ড. রাধাকৃষ্ণণ এ মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

বিজয়ী হওয়ার পথে হামিদ আনসারি ভোট পান ৪৯০টি। তার প্রতিদ্বন্দ্বী বিরোধী জোট এনডিএ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং পান ২৩৮ টি ভোট। আটটি ভোট বাতিল হয়।

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার ৭৮৮ জন সদস্য ভোট প্রয়োগ করেন। আনসারির পোলিং ম্যানেজার ভোটের আগে জানিয়েছিলেন তারা কমপক্ষে ৫শ’ ভোট পাওয়ার আশা করছেন। তবে শেষ পর্যন্ত ৪৯০টি ভোট পেতে সক্ষম হন তারা। তবে  জয়লাভের জন্য  ৩৯৬ টি ভোটই যথেষ্ট ছিলো হামিদ আনসারির জন্য।

আনসারির প্রার্থিতাকে সমর্থন জানায় ক্ষমতাসীন জোটের সব শরিক। এছাড়া মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং লালু প্রসাদ যাদবের আরজিপিও সমর্থন দেয় তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ