1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

ডিভিডিতে ‘আমাদের গল্প’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুলাই, ২০১২
  • ১১৪ Time View

একগুচ্ছ প্রেমের গল্প নিয়ে এবারের পহেলা বৈশাখে প্রচারিত হয় এয়ারটেল নিবেদিত ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত বিশেষ টেলিফিল্ম ‘আমাদের গল্প’। বন্ধুত্বের বন্ধন আর ভিন্ন ভিন্ন ভালোবাসার কাহিনী নিয়েই ‘আমাদের গল্প’।  এর কাহিনী সহজেই দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। অনেকেই কাহিনীর গভীরতায় চোখের জলও ফেলেছেন। টেলিফিল্মের সে ভক্তদের জন্যে সুখবর, ‘আমাদের গল্প’ টেলিফিল্মটি এখন ডিভিডি আকারে বাজারে পাওয়া যাচ্ছে।

এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডের প্রযোজনা ও এয়ারটেল নিবেদিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন ইরেশ যাকের, তাহসান, রওনক হাসান, রিপন নাথ, জয়া আহসান, ঈশিতা, সোহেল খান, মুনিরা আখতার মিঠু, নাফিজা ও জয়রাজ সহ অনেকে।

টেলিফিল্মের কাহিনীতে দেখা যায় স্কুলকালীন সময়ের ৪ বন্ধুর কাহিনী। বন্ধুেেত্বর ভূমিকায় ছিলেন ইরেশ যাকের, তাহসান, রওনক হাসান ও রিপন নাথ। ব্যস্ত জীবনের ফাঁকে অনেকদিন পর মিলিত হওয়া সেসব বন্ধুদের নিয়েই শুরু হয় টেলিফিল্মের কাহিনী। সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টে গেছে তাদের জীবনে। প্রতিদিনের নিময় ভাঙ্গা দুষ্টুমি আর ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার সময়কে হারিয়ে আজ তারা এক নিয়মতান্ত্রিক সময়ের জালে বাঁধা পড়ে। কেউ লেখাপড়ার পাঠ চুকিয়ে প্রবাসে গিয়ে সেটেল হয়েছে, কেউ আবার বিয়ে করে শহর থেকে দূরে একটি ফার্ম হাউজে এসে নতুন জীবন বেঁধেছে, কেউ বা আবার ভবঘুরের মত ঘুরে ফিরছে, আবার কেউ জীবনের কাছে হেরে গিয়ে স্বেচ্ছায় মৃত্যুকে আলীঙ্গন করেছে। এভাবেই একেক বন্ধুর জীবন কাহিনী গড়িয়ে ঠেকে একেক দিকে।

দেশের নামকরা সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সুরে টেলিফিল্মের গানগুলোও দর্শকদের হৃদয় স্পর্শ করে।  এ গানগুলোতে কন্ঠ দিয়েছেন তরুণ ও তাহসান। এছাড়াও এতে ছিল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি আইটেম গান। যা টেলিফিল্মটিকে একটি ভিন্নমাত্রা যোগ করে।

জিসিরিজের ব্যানারে ‘আমাদের গল্প’ টেলিফিল্মটি সারা দেশে ডিভিডি আকারে পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ