1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে বুদ্ধদেব গুহ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩০ Time View

শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন সাহিত্যিক বুদ্ধদেহ গুহ। তিন দিন ধরে পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের এ লেখক।

মঙ্গলবার (৩ আগস্ট) তার রক্তচাপ কমে যাওয়ায়, শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাকে ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করা হয়। গত এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই নানা সমস্যায় ভুগলেন তিনি।

হাসপাতালের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া তার লিভার ও কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে। তবে মূত্রনালীর সংক্রমণই এখন মূল সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুদ্ধদেবের কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তাতে করোনার সংক্রমণ মেলেনি। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত সমস্যাতেও ভুগছেন। এ ছাড়া বুদ্ধদেবের দেহ অ্যামোনিয়ার মাত্রাও বেশি ধরা পড়েছে।

প্রয়োজনে তাকে প্রতি মিনিটে দুই লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে। তাকে গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট ও কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব। সে সময় কলকাতার একটি হোটেলে কোয়ারেন্টাইরে থাকার পর তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর ৩৩ দিনের লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ