1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

অলিম্পিক আয়োজকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২
  • ৮৬ Time View

লন্ডন অলিম্পিকের মাসকট তৈরি করেছে চীনের ‘সুইটশপস’। তবে আয়োজকদের বিরুদ্ধে মাসকট তৈরির কাজে নিয়োজিত চীনা কর্মীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে স্থানীয় শ্রমিক ওয়াচডগ গ্রুপ।

গ্রুপটির দাবি চীনের দুটি কারখানায় তৈরি হয় অলিম্পিক মাসকট ওয়েনলোক ও মান্ডেভিল। এজন্য শ্রমিকদের এক মাসে ১২০ ঘণ্টা কাজ করতে হয়েছে। পর্যাপ্ত প্রতিরোধক ছাড়া শ্রমিকরা ঝুঁকিপূর্ণ কেমিক্যালের মধ্যে কাজ করে। কর্তৃপক্ষ কোনো ধরনের সরঞ্জাম প্রধান না করায় শ্রমিকদের মধ্যে অনেকে নিজের টাকা খরচ করে কিনেছে মাস্ক। এবিষয়ে স্কোলার্স এগেনস্ট কর্পোরেট মিসবিহেভিওর (এসএসিওএম)’র মুখপাত্র ডেবি চান বলেন, ‘আমরা খুবই হতাশ। যদিও এধরণের ব্যবহার গ্রহণযোগ্য নয়।’

এসএসিওএম জানায়, ওই দুই কারখানার ৯০ জন শ্রমিকের সাক্ষাৎকার নেওয়ার পর এমন অন্যায় খুঁজে পেয়েছে তারা। গত মে ও জুন মাসে দক্ষিণ গুয়াংডোং প্রদেশের ওই দুটি কারখানায় অলিম্পিকের মাসকট তৈরি করেন শ্রমিকরা। হংকংয়ের কেই পাইন ও জিন্ডার্ট প্রস্তুতকারক কোম্পানির অধীনে পরিচালতি হয়েছে দুটি কারখানা।

বেশ কয়েক শ্রমিক জানিয়েছেন, যদি তারা পাঁচ মিনিট দেরি করে আসতো তবে আগের দিন মধ্যরাত পর্যন্ত কাজ করার পরও পরের দিন শিপটে তাদের যোগ দিতে হতো সকাল আটটায়। এসএসিওএমের দাবি, এমন শর্ত নিঃসন্দেহে লঙ্ঘন করেছে লন্ডন আয়োজক কমিটি (এলওসিওজি)’র নিয়মনীতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ