1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

জমে উঠেছে জিটিভির ‘জননী’

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুলাই, ২০১২
  • ৭৮ Time View

জিটিভিতে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘জননী’। শ্যামল ভাদুড়ীর রচনা ও শাহাদাৎ হোসেন সুজনের পরিচালনায় ধারাবাহিকটি সপ্তাহের  প্রতি শনি থেকে বুধবার রাত ৮টা ৩০মিনিটে জিটিভিতে প্রচার হচ্ছে। এরই মধ্যে বেশ জমে উঠেছে নাটকটির গল্প।

মহাকাব্যিক এই মেগা ধারাবাহিক নাটকের কেন্দ্রবিন্দুতে আছেন এক মা। যিনি অক্লান্ত পরিশ্রম আর একাগ্রতা দিয়ে সাজিয়ে তুলেছেন সংসার।  আর অপরিমেয়  মায়া-মমতা দিয়ে বড় করেছেন সন্তান-সন্ততিদের। এদের নিয়েই মা ভেসে চলেছেন জীবনের ঝঞ্ঝাবিক্ষুব্ধ মহাসাগরে। মায়ের এই সংসার যাত্রার চালচিত্র নিয়েই চির নতুন, চির পুরাতন কাহিনী ‘জননী’।

প্রকৃতির অমোঘ নিয়মেই মা তাঁর সন্তানদের ভালোবাসেন। তিনি কোন পক্ষপাত করেন না। করার কোন সুযোগও নেই কারণ সবাই তো তারই নাড়ি ছেঁড়া ধন। কিন্তু মাঝে মাঝে সন্তান ভুল বোঝে মাকে বা অন্য কেউ এই ভুল বুঝতে সন্তানকে প্ররোচিত করে । আর তখনই মায়ের সাজানো সংসারে ঢুকে পড়ে ঘুণপোকা, বেজে ওঠে ভাঙ্গনের সুর। এ ভাবেই অনেক সংসার আমরা চোখের সামনে ভেঙ্গে যেতে দেখি। এ গল্প আমাদের দেখা গল্প, চেনা গল্প। বাস্তবতা এমনই নিষ্ঠুর, একজন মা তাঁর শত সন্তানকে হাসিমুখে মানুষ করতে পারেন কিন্তু শত সন্তান মিলেও একজন মায়ের ভার বহন করতে অক্ষম। এরকম ট্র্যাজেডি নিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।

ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে- প্রিসিলা পারভীন, নিমা রহমান, মাহমুদ সাজ্জাদ, শাহাদাৎ হোসেন, দীপা খন্দকার, শোয়েব, তাহমিনা সুলতানা মৌ,  মৌসুমী নাগ, ইউসুফ রাসেল, তানভীর, মৌসুমী নাগ, ইউসুফ রাসেল, তানভীর অপর্না, রিক্তা, খালেকুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ