1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সময় কমলো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২
  • ১০২ Time View

আগামী ২৭ জুলাই লন্ডন অম্পিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সময় আধ ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে অনুষ্ঠানের সূচিতে কাটছাঁট করেছে তারা। এর মধ্যদিয়ে আরও স্পষ্ট হয়ে উঠলো প্রতিযোগিতায় নিরাপত্তা প্রদানে আয়োজকদের ব্যর্থতার বিষয়টি।

বিভিন্ন চেক পয়েন্ট ও যাতায়াতের পথগুলোত জিফোরএসের চৌকি এখনো বসেনি। এতে ভীত হয়ে অনুষ্ঠানে ব্যবহার করা হবে এমন যন্ত্রপাতি কমিয়ে আনা হয়েছে। যার আর্থিক পরিমাণ ২৭ মিলিয়ন পাউন্ড। এছাড়া রিহার্সেলের মাঝামাঝি অনুষ্ঠানে পরিবেশনের জন্য সূচিতে থাকা বেশ কিছু দৃশ্যও ছেঁটে ফেলা হয়েছে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেলে দৃষ্টিনন্দন ডেয়ারডেভিল ফ্লামিংয়ের অংশটি।

অনুষ্ঠানে এমন বিঘ্ন ঘটনার কারণ মূলত নিরাপত্তা। সময়মত পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তাকর্মী প্রেরণ করতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা ফার্ম জিফোরএস। এজন্য বাধ্য হয়ে সেনাবাহিনীকে তলব করেছে বৃটিশ সরকার। সূত্রের বরাত দিয়ে ইংলিশ পত্রিকা দ্য সান জানায়, ‘উদ্বোধনী অনুষ্ঠানের সূচিতে কাটছাঁট করা হয়েছে। মূল ভেন্যুর ভেতর ও বাইরে যে পরিমাণ লোকের আগমন ঘটবে তার সঙ্গে পেরে উঠবে না চেকপোস্টগুলো। এজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পত্রিকাটি জানায়, ‘নিরাপত্তা অঙ্গনে প্রবেশের আগে তল্লাশি নেওয়া হবে সবার। এটা খুবই বড় চ্যালেঞ্জ।’ এজন্য আধঘণ্টা কমিয়ে অনুষ্ঠানের সময়সীমা তিনঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। তাদের মতে, এমন সিদ্ধান্তের জন্য জিফোরএসের স্টাফ এবং সেনাবাহিনী মিলে ভালোভাবে সামাল দিতে পারবে নিরাপত্তার বিষয়টি। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ৮০ হাজার দর্শক, ১৬ হাজার অ্যাথলিট, ১০ হাজার পারফর্মারের পাশাপাশি যোগ দেবে ৭০টি ভেড়া, ১২টি ঘোড়া, ১০টি মুরগী, দুটি ছাগল, আটটি রাজহাঁস ও তিনটি কুকুর।

চোখধাঁধানো অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী স্ল্যামডগ মিলিয়নিয়ারের পরিচালক ড্যানি বয়েলের প্রত্যাশা বিশ্বব্যাপী প্রায় এক বিলিয়ন দর্শক টিভি পর্দায় উপভোগ করবেন উদ্বোধনী অনুষ্ঠানের দৃশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ