1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

স্বপ্নের রাজা রাজেশ খান্না জীবন-নদীর ওপারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২
  • ১২৫ Time View

‘মেরে স্বপনো কি রানী কাব আয়েগি তু’, সেই সাড়া জাগানো গানের স্টাইলিস্ট হিরো আজও এদেশের পুরনো দিনের দর্শকের হৃদয়ে রয়ে গেছে। ষাটের দশকের শেষভাগে মুক্তি পাওয়া ছবি ‘আরাধনা‘-তে স্বপ্নের রানী শর্মিলার পাশে অনবদ্য ভঙ্গিমায় লাখো তরুণীর হৃদয়ে তোলপাড় তুলেছিলেন বলিউডের স্বপ্নের রাজা রাজেশ খান্না। আজকের বলিউডের অনেক সুপারস্টারের রোল মডেল রাজেশ খান্না চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে।

১৮ জুলাই বুধবার দুপুরে মুম্বাইয়ে নিজ বাসভবন আশীর্বাদ-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেশ খান্না। শারীরিক দুর্বলতা ও রক্তচাপ কমে যাওয়ায় দীর্ঘদিন অসুস্থ রাজেশ খান্না ৬৯ বছর বয়সে মৃত্যুর কাছে পরাজিত হলেন।
মাস খানেক মুম্বাইয়ের লীলাবাতী হাসপাতালে ভর্তি থাকার পর গত ১৬ জুলাই সোমবার তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত দুর্বলতা আর উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থা ছিল নাজুক। চিকিৎসকের তত্বাবধানে বাসায় তাকে নিয়ে আসা হয় সম্পূর্ণ বিশ্রামে থাকার জন্য। হাসপাতাল থেকে বাসায় আসার একদিন পরেই রাজেশ খান্না ঢলে পড়েন মৃত্যুর কোলে।

চলতি বছর এপ্রিলে হঠাৎ করেই রাজেশ খান্নার শারীরিক অবস্থার অবনতি হয়। সেসময় তাকে হাসপাতালেও  ভর্তি করা হয়। সুস্থ হয়ে কয়েকদিন পরেই অবশ্য তিনি বাড়ি ফিরেন। কিন্তু শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় ২৩ জুন আবারও হাসপাতালে ভর্তি হন। স্বাভাবিক খাওয়া-দাওয়া তার বন্ধ হয়ে যায়। সে সময় থেকেই তার পাশে ছিলেন সাবেক স্ত্রী ডিম্পল কাপাডিয়া। ৮ জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও, এক সপ্তাহের মাথায় আবারও লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

মাস খানেক হাসপাতালে ভর্তি থাকার পর গত ১৬ জুলাই সোমবার তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত দুর্বলতা আর উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থা ছিল নাজুক। চিকিৎসকের তত্বাবধানে বাসায় তাকে নিয়ে আসা হয় সম্পূর্ণ বিশ্রামে থাকার জন্য। হাসপাতাল থেকে বাসায় আসার একদিন পরেই রাজেশ খান্না ঢলে পড়েন মৃত্যুর কোলে।

বলিউডের ষাট ও সত্তর দশকের অদ্বিতীয় রোমান্টিক খান্না রাজেশ খান্নার জন্ম ১৯৪২ সালের ২৯ ডিসেম্বর ভারতের অমৃতসরে। আসল নাম যতীন খান্না হলেও বলিউডে রাজেশ খান্না নামেই ক্যারিয়ার শুরু করেন। বলিউডে ১৫০টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। তাকে ভারতীয় ফিল্ম ইন্ডাষ্ট্রির প্রথম সুপারস্টার হিসেব গণ্য করা হয়।। ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত  বলিউডে একচেটিয়া রাজত্ব করেছেন রাজেশ খান্না।

১৯৬৬ সালে ‘আখরি খত (দ্য লাস্ট লেটার)’ ছবির মাধ্যমে রাজেশ খান্না তার অভিনয় জীবন শুরু করেন। ‘রাজ‘, ‘দো রাস্তে‘, ‘আরাধনা‘সহ অনেক সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন। তার অভিনীত দেড়শতাধিক ছবির  মধ্যে ১০৬টিতেই মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি ‘বাহারো কে সাপনে’, ‘সফর’ ,’রাজা রানী’ সহ কয়েকটি ছবিতে প্লেব্যাকে গানও করেছেন।
রাজেশ খান্না একসময় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯১ সালে কংগ্রেস পার্টিতে তিনি যোগ দেন। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে প্রায় ৫ বছর যুক্ত থাকর পর ১৯৯৬ সলে রাজনীতি থেকে গুটিয়ে নেন নিজেকে।

রাজেশ খান্নার দুই মেয়ে টুইঙ্কেল খান্না ও রিঙ্কি খান্না। বাবার অসুস্থতার সময় বড় মেয়ে টুইঙ্কেল খান্নার জামাই অক্ষয় কুমার সহ পরিবারের সবাই তার পাশে ছিলেন।

এক নজরে রাজেশ খান্না
আসল নাম : যতীন খান্না
জন্ম : ২৯ ডিসেম্বর ১৯৪২
স্থান : অমৃতসর, পাঞ্জাব
মৃত্যু : ১৮ জুলাই ২০১২
অভিনয় : ১৯৬৬ থেকে ২০১২
রাজনীতি : ১৯৯১ থেকে ১৯৯৬
স্ত্রী : ডিম্পল কাপাডিয়া (১৯৭৩-১৯৮৪)
সন্তান : টুইঙ্কেল খান্না ও রিঙ্কি খান্না

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ